আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ... বাংলাদেশ... বাংলাদেশ ... সময় এসেছে সব সমোলোচনার জবাব দেয়ার ...

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা
মনে আছে কারো... !!! বলেছিলাম... বাংলাদেশ ক্রিকেট দলের পাশে আছি ... বিজয়ে ছিলাম ... আছি পরাজয়েও ... আস্থা রাখি ওদের ঊপর ওরা নিশ্চয় আবার ভালো খেলবে...... বাংলাদেশ ... বাংলাদেশ... আর যারা শুধু সমলোচনা করছে তাদের জন্য করুনা ... \m/ এটা কোন পোস্ট নয় ... শুধু সেই সব সমলোচকদের ঊত্তর ... যারা সেদিন জুতা মিছিল করেছিল এ বিজয় তাদের জন্য নয় । আজকের বিজয়ে তাদের আনন্দ করা উচিত নয়। তারা অপেক্ষা করুক আবার যেদিন বাংলাদেশ হারবে সেদিন জুতা মিছিল করার জন্য। খেলায় পরাজয় হতেই পারে তাই বলে এধরনের আচরন । তাদের অনুরোধ করবো আজকের দিনে আপনারা মাথা নিচু করে থাকুন। আজকের দিন আমাদের যারা পরাজয়েো আস্থা হারাইনা বাংলাদেশ দলের প্রতি। সাকিবের সমালোচক আর শত্রুরা গেল কই? অনন্ত প্রেসারের মধ্যে কেমন ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সি! ক্রসিয়াল সময়ে দারুন বোলিং এবং সর্বপোরি দায়িত্ত্ব কাঁধে নিয়ে ধীর স্থির ব্যাটিং! একজন ক্রিকেটারের কাছে এর চাইতে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? শত ধিক ঐসব তথাকথিত সমর্থকদেরকে! হাজারো ধিক্কার ঐসব সাবেকদের জন্য! চরম ঘৃণা ঐসব মিডিয়ার প্রতি যারা সাকিবের বিরুদ্ধে লেগেছিল! বাঙালীরা কি কোনদিন মানুষ হবে না? ম্যাচের হাইলাইটস দেখুন পরবর্তি ম্যাচে যে দল দেখতে চাই --- ১. তামিম ২. ইমরুল ৩. জুনায়েদ ৪. শাহরিয়ার নাফিস ৫. সাকিব ৬. মাহমুদুল্লাহ ৭. সফিউল ৮. নাইম ৯.মুশফিক ১০. রাজ্জাক ১১. রুবেল NEVER STOP BELIEVING আসুন আমরা সাকিব ... সফিউল ... রিয়াদ ... ইমরুল সহ বাংলাদেশ দলের পাশে থাকি ... আর চিৎকার করে বলি ... বাংলাদেশ ... বাংলাদেশ... বাংলাদেশ ... বাংলাদেশ ... বাংলাদেশ... বাংলাদেশ ... বাংলাদেশ ... বাংলাদেশ... বাংলাদেশ ... বাংলাদেশ ... বাংলাদেশ... বাংলাদেশ ... Shafiul stars as Bangladesh seal thriller
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.