আমাদের কথা খুঁজে নিন

   

মুভিঃ Headhunters (2011)

শূন্য Headhunters (2011) || বিশ্বাস, ভালবাসা, অনুভূতি এগুলোর রকম বিভিন্ন। প্রকৃত অর্থে, নিশ্চিত করে যখন কোন কিছুই বলা যাচ্ছে না সেখানে ভাবনাতাড়িত আমরা মানুষ ভ্রান্তি নিয়ে থাকব এটাই স্বাভাবিক। মুভিটির গল্প নেপোলিয়ন কমপ্লেক্সে আক্রান্ত রজারকে কেন্দ্র করে আবর্তীত। উচ্চতার ক্ষুদ্রতা সাময়িকভাবে তাকে দমিয়ে রাখে। তাই স্বাভাবিকভাবেই দ্বৈত জীবন যাপনের একটা কারন তৈরী হয়েই যায় এখান থেকে।

রজার মূলতঃ একটা নামী কোম্পানীর দামি 'Headhunter' যার কাজ কোম্পানীর উন্নয়নের স্বার্থে রিক্রুট করা। দ্বৈত জীবনে সে শিল্প চোর, দামী পেন্টিং চুরি করতে হচ্ছে তাকে লাইফস্ট্যাইল মেইন্টেইন করার জন্য বলা যায়। এখান থেকেই শুরু হয় শ্বাসরুদ্ধকর মুভিটি। টুইস্ট থ্রিলার মুভি তাই মুভির কাহিনী ব্যাখ্যা করতে গেলে মুভির আবেদন নষ্ট হয়ে যাবে, যদিও আমি এইমাত্র একটা আবেদন নষ্ট করলাম এই মুভিটিকে টুইস্ট বলেই। মুভিটি সাসপেন্স এ ভরপূর শুধু এইটুকুই বলতে পারি।

নরওয়ের এই মুভিটি Jo Nesbo-এর বেস্ট সেলিং থ্রিলার উপন্যাস 'Hodejegerne'-কে বেস করে করা। ক্রাইম থ্রিলার Genre-নিয়ে আমার দূর্বলতা থাকায় অনেক মুভিই দেখা হয়েছে এই পয়েন্ট থেকে, তবে এই মুভির মত এমন অবাক করা থ্রিল এর মজা পেয়েছি খুব কম সংখ্যক মুভি থেকে। কিছু মুভি থাকে এমন দেখার সাথে সাথেই প্রেমে পড়ে যেতে হয় এটা তেমন কিছু। 'Aksel Hennie'-এ মুগ্ধ হওয়া এই মুভিটা থেকেই। **আমি স্পয়লার এড়িয়ে আপাতত এটা নিয়ে এর থেকে ভাল কিছু বের করতে পারতেছিনা।

মুভিটা এখন পর্যন্ত যারা যারা দেখেছে তাদের সবার কাছেই সবচেয়ে বেশী সাসপেন্স এ ভরপুর মুভি মনে হয়েছে এটাকে। টেনশনে গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া টাইপ। ডাউনলোড লিঙ্ক => ৭২০পি ব্লুরে ৫৫০মেগা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।