আমাদের কথা খুঁজে নিন

   

মুভিঃ The Counterfeiters (2007)

শূন্য The Counterfeiters (2007) || একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাৎসী বর্বরতা ও একটা পরিকল্পনা, কতিপয় জিউ এর টিকে থাকার লড়াই___ এই সমস্তই মুভিটির গল্পের অংশ। শেয়ার করতে চাচ্ছি ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় 'জালিয়াতি' অপারেশনের পটভূমিতে দৃশ্যায়িত মুভিটি। ১৯৩৬-বার্লিন, হিটলার ক্ষমতায়__ SS কমান্ডার Herzog এর নেতৃত্বে একটা গোপন মিশন 'Operation Bernhard' শুরু হয়। মিশনের উদ্দেশ্য £5, £10, £20 ও £50 এর নোট জাল করে বৃটিশ অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। প্রথমে পাউন্ড ও পরে ডলার জালের পরিকল্পনা করা হয়।

এ উদ্দেশ্যে বেশ কয়েকজন জিউশ জালিয়াতকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হয়। কেন জিউ? সেটা আন্দাজ করে নেন। 'Adolf Burger'__ নীতিবান জালিয়াত [সৎ উদ্দেশ্যে জাল করেছিল কিছু সার্টিফিকেট] এর 'Memoir' থেকে পুরো বিষয়টি মুভিতে উপস্থাপন করা হয়েছে। 'Sally' জালিয়াতে তৎকালীন সময়ে সবথেকে প্রসিদ্ধ একজন। তার দায়িত্ব থাকে পুরো ব্যাপারটা তত্বাবধায়ন করা।

জাল করতে সমস্যা নেই কিন্তু মাথার উপরে খড়গ ঝুলছে এমন করে যে জালি অর্থ ধরা পড়লে নির্ঘাত গ্যাস-চেম্বার। পাশাপাশি জিউ অবমাননা, নাৎসী বর্বরতার কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। নিজেদের জন্য শুধু বেচে থাকা, টিকে থাকার লড়াই কিন্তু সেখানেও বিবেকের দংশন চলছে। যুদ্ধ চালিয়ে নিতে সাহায্য করা হচ্ছে যে জালিয়াতিতে সহায়তা করে! এরই মাঝে মুক্তির চেতনা হিসেবে 'Burger' চেষ্টা করছে বিবেকবোধকে জাগ্রত করার জন্য। মুভিতে প্রধান চরিত্র হিসেবে 'Sally' আছে তবে 'Burger' এর ভূমিকাও অনেক বেশী।

অস্কারজয়ী এই জার্মান মুভিটা একটা সত্য ঘটনার শৈল্পিক রূপায়ন। ডাউনলোড লিঙ্ক => ৭২০পি ব্লুরে ১.৭৮গিগা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।