আমাদের কথা খুঁজে নিন

   

দেখানোর জন্য বলছি না , ভালোর জন্য বলছি !!!

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... ঢাকার শহরে আকালচুম্বী অট্টালিকার অভাব নেই। দিন দিন এর পরিধি বাড়ছে। সবাই মিলে মনে হচ্ছে প্রতিযোগিতায় নেমেছে কে কত বেশী আকাশ চুম্বী ভবন তৈরি করবে। এইসব আকাশ চুম্বী ভবনের ভেতরে বাইরে প্রতিনিয়তই ঘটছে নানা ঘটনা। যা পরদিন হয় সংবাদ পত্রের শিরনাম।

এই সব ভবনের আবার চিপাচাপার ও অভাব থাকে না। গতকাল তেমনি একটি অকাশচুম্বী ভবনের লিফটে ওঠারপর এর দুইটি মেয়ের কথোপোকথন তুলে ধরলাম। তাদের প্রায় সময়ই আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। তারা একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে কাজ করছে। লিফটে তারা দুজন মেয়ে সহ মোট লোক ৬ জন।

একজন আরেকজন কে বলছে "এই তুই মুখের মেকআপ উঠালি, বুকের টা উঠাসি কেন ? কই উঠাইছি তো । না এই যে তোর মেকআপ বুঝা ঝাচ্ছে। এই বলে সে মেয়েটার বুকের মধ্যেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এরপর মেয়েটা বলে ও থাক সমস্যা কি? কে দেখবে এখন তো বাসায়ই যাব। অন্যজন বলে আমি কাউকে দেখানোর জন্য বলছি না, স্কিন এর জন্য বলছি, ভালোর জন্য বলছি।

"। আমরা সবাই শুধু নিরব শোতাই ছিলাম। ততক্ষনে লিফটি নিচে নেমে আসল। যে যার মত করে বের হয়ে চলে গেল। আমার একটি প্রশ্ন এই কথাগুলো বলার জন্য কি তারা আল্লাহর এত বড় দুনিয়ার মধ্যে আর কোন জায়গা খুঁজে পেল না ?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.