আমাদের কথা খুঁজে নিন

   

কানাডার নতুন অভিবাসন নিয়মে সুযোগ কমবয়সীদের

টরেন্টো, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কানাডার অভিবাসন আবেদন বাছাইয়ের নিয়মাবলী নতুন করে সাজানো হচ্ছে যাতে সুবিধা পাচ্ছে কমবয়সী আবেদনকারীরা। এ ছাড়া নতুন নিয়মে কাজের অভিজ্ঞতার গুরুত্ব কমিয়ে দিয়ে আবেদনকারীর ভাষার দক্ষতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কানাডা সরকার ইতোমধ্যে নতুন এই নিয়মাবলী চূড়ান্ত করেছে। এ জন্য অভিবাসনের জন্য আবেদনের ক্ষেত্রে গত প্রায় ১০ বছর ধরে চলে আসা পয়েন্ট পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আগামি জানুয়ারি ২০১৩ থেকে নতুন এই পদ্ধতিতে আবেদন গ্রহণ শুরু হবে।

নতুন নিয়মে বয়সভেদে পয়েন্টের বড় ধরনের তারতম্য করা হয়েছে। আবেদনকারীদের যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে তারা সর্বোচ্চ ১২ পয়েন্ট পাবেন। ৩৫ বছরের ওপরে প্রতি বছরের জন্য ১ পয়েন্ট করে কমবে। এর ফলে ৪৬ বছরের চেয়ে বেশি বয়সীরা কোনো পয়েন্ট পাবেন না। কানাডা সরকার বেশি বয়সীদের অভিবাসী হিসেবে গ্রহন না করার কৌশল হিসেবেই এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নতুন নিয়মে ভাষার (ইংরেজি বা ফরাসি) দক্ষতার ওপর ২৮ পয়েন্ট বরাদ্দ করা হয়েছে, আগে যা ছিল ২৪ পয়েন্ট। কানাডা সরকার মনে করছে, একজন অভিবাসী অর্থনীতিতে কতোটা ভূমিকা রাখতে পারবে তা নির্ভর করে ভাষায় তার দক্ষতার উপর। সে কারনেই ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজের অভিজ্ঞতার জন্য আগে বরাদ্দ ২১ পয়েন্টের বদলে ১৫ পয়েন্ট করা হচ্ছে। পূর্ণ পয়েন্ট পাওয়ার জন্য আগে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই চলতো, এখন সেটিকে ছয় বছর করা হচ্ছে।

নতুন নিয়মে শিক্ষাগত যোগ্যতার জন্য পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে জন্য নিজ দেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সব সনদ কানাডার স্বীকৃত ‘অ্যাসেসমেন্ট সেন্টার’ থেকে মান যাচাই করিয়ে নিতে হবে। কানাডীয়ান শিক্ষার বিচারে অন্য দেশের সনদকে কোন মানে রাখা হয় তার ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হবে। শ্রমবাজারের চাহিদার বিবেচনায় পয়েন্টের হেরফের হতে পারে। নির্মাণখাতের ক্রমবর্ধমান শ্রমিক সংকটের বিষযটি চিন্তা করে ‘ফেডারেল স্কিলড ট্রেডস ক্লাস’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু হতে যাচ্ছে। এই ক্যাটাগরিতে কৃষি শ্রমিক,শেফ,বাবুর্চি ইত্যাদি পেশাজীবীরাও আবেদন করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ /১৩৫১ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।