আমাদের কথা খুঁজে নিন

   

ও বন্ধু তোকে মিস করছি ভিষণ

খুব কাছের একটা মানুষ ছিলিস কোন একটা সময়ে। কিন্তু কালের স্রোতে আজ কোথায় যেন হারিয়ে গেলি। যেখানে কোন একসমেয়ে প্রতিদিনের হাসি কান্না,ব্যাথা বেদনা,সুখ দুখঃগুলো তোর সাথে ভাগাভাগি করতাম আর আজ তুই আমার পাসেই নেই। কি অদ্ভুত! তাই নারে??কখনো কি ভাবতে পারছিলি এই দিনগুলোর কথা?আজ আর তুই কষ্ট পেলে আমার কাধে মুখলুকিয়ে কাদিসনা,কিংবা বিশাল কোন আনন্দের ব্যাপার নিয়ে জরিয়ে ধরে হাসতে হাসতে গড়িয়ে ও পরিসনা। তোকে আর আমার প্যাচার মত মুখটাও দেখতে হয়না,যা কিনা না দেখলে তোর ভাল লাগতনা।

কতটা বদলে গেছি দুজনেই। অনেকগুলো বছর পার হয়ে গেছে তোর সাথে কোন যোগাযোগ নেই,দেখা নেই ,কথা নেই…স্মৃতির পাতাতেও ধুলো জমতে শুরু করেছে ধীরে ধীরে। এখন আর তোর কথা মনে পরেনা খুব একটা। খুব স্বার্থপরের মত হঠাত্ট করে মনে পরে যায় তোকে,যেদিন খুব বিষণ্যতায় ভুগি। তখন মনে হয় এই বুঝি তুই এসে সব বিষণ্যতা ভুলিয়ে দিবি।

বিষণ্যতা ভুলে হাসি-ঠাট্টায় মেতে উঠব তোর সাথে। কিন্তু পরক্ষনেই এসবই আবার ভুলে যাই,ভুলে যাই তুই আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিলি। এই কদিন ধরে আবার তোর কথা স্বার্থপরের মত বারবার মনে পরছে,হয়্ত মানুষিকভাবে কিছুটা বিষণ্য তাই। তাই তোকে নিয়ে লেখা,জানি এ লেখা কোনদিন তুই পরবিনা। আজকাল তোকে নিয়ে ডায়রির পাতায় ও লেখা হয়না।

খুব স্বার্থপর হয়ে যাচ্ছি আর ও। জানি নিজের ভুলেই আজ তোর কাছ থেকে এতটা দুরে সরে আছি,স্বার্থপরের মতই একদিন তোকে দুরে ঠেলে দিয়েছিলাম,তাই আজ্কের এই স্বার্থপরাটুকু আর কেমন যেন মনের মধ্যে নারা দেয়না। তবুও বুকের মাঝে কথায় যেন এক্টা ব্যাথা অনুভব হয়। হয়ত স্মৃতির পাতায় তোর অংশটুকু আজ অক্ষত আছে,আর তাই যখন তোকে মনে পরে তখন বার্বার তোকে বলতে ইচ্ছে হয়,বন্ধু তোকে মিস করছি ভীষণ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.