আমাদের কথা খুঁজে নিন

   

ধনের বন্ধু, মনের বন্ধু -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

[৬০]
ধনের বন্ধু, মনের বন্ধু
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

ধনের বন্ধু, মনের বন্ধু
সুখের বহু জন,
দুঃখের ভাগি প্রাণের বন্ধু
ভবে পাইলি কত জন-। ।

সার্থ চাইলে এক বিন্দু
থাকেনা আর কোন বন্ধু,
সার্থের বেলায় আছে বন্ধু
নিঃসার্থে নাই একজন-। ।



স্ত্রী পুত্র যতো জনা,
মাতা পিতা সব বেগানা
সঙ্গের সাথী কেউ হবে না
গুরু বন্ধু শেষ লগন-। ।

বন্ধু যে তোর রক্ত চোষা
সার্থনেশী সর্বনাশা
মুখে মুখে ভালবাসা
মন কি তোরে দেয় কখন-। ।

মন বিহনে মনের বন্ধু
চায়না ভবের কোন বিন্দু
পার করবে ভব সিন্ধু
তারে আগে কর আপন-।



জিতলে হবে বন্ধু মেলা
পরাবে তোরে জয়ের মালা
ঠকলে ডাগবে সবায় শালা,
ফরিদ জ্বালার অন্ত নাই তখন-। ।

মনের বন্ধু স্বরূপ খানা
মন আয়নাতে কেন দেখনা,
সে যে রে তোর হয় আপনা
বন্ধু নাই আর তাঁর মতন-। ।



তাং ২৮/১২/১৯৮১ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা। ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।