আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো বিকেল

আকাশ ভরা গাঙচিল হয়তো বিকেল এতো আঁধার কেন মনের আঙিনাতে? সবটুকু সুখ শুষে নিয়ে তলানিতে যেটুকু বিষ তোমার পরিতৃপ্ত চোখের চাহনির কথা ভেবে নীল বিষে পুনরায় ভরে ওঠে পেয়ালার শীষ, রাত কাটে, দিবস মুখ লুকোয় নীল বুক পকেটে আমি ক্রমাগত দৌড়াই রক্ত গোলাপের শেষ কাঁটায় বিঁধে যায় বিকেল বন্দী ঘাসফড়িং, ছটফট, ডানা ঝাপটানো ভোর, ঘামের ইতিহাস মুছে গিয়ে দাঁড়াও যখন বিকেলের বিবর্ণ প্লাটফর্মে, ফেলে আসা অনুভূতিগুলো কাঁদায় পুরনো মুখ মনে পড়ে, যাকে ভেঙ্গেছ সেসব কালো সময়ে। ২৪.০৮.১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।