আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো আমি. . .

মেঘলা অভিমান হয়তো ঐ ছোট্ট ঘাসফুলটির চেয়েও দুর্বল আমি. . তাই প্রস্ফুটিত হবার আগেই বিনষ্ট হয়ে যাচ্ছি প্রতিনিয়ত. . কঠিন সত্যের মুখোমুখি হবার মত ক্ষমতাও হয়তো নেই আমার. . ঘাসফুলটির মত সূর্যের চোখে চোখ রাখার প্রচেষ্টাটাও দুঃসাধ্য। কিংবা আমি হয়তো বিষাক্ত গোখরার চেয়েও আরো বিষাক্ত. . ক্ষমতাটুকু লুকিয়ে রেখে আকর্ষিত করবার আকাঙ্ক্ষায় লিপ্ত. . কাছে এলে বিষাক্ত ছোবলে ক্ষতবিক্ষত করাটাই আমার আনন্দ. . হয়তোবা ঐ ছোট্ট লাল পিঁপড়াটার মতন আমি ব্যস্ত. . নিরন্তর একটি একটি করে খুটে খুটে করে যাই ভালোবাসা সঞ্চয়. . প্রচন্ড ঝড়ে বৃষ্টিতে হারিয়ে ফেলি ঠিকানা. . তারপর আবারো নিরন্তর বেঁচে থাকবার ব্যার্থ চেষ্টা। কিংবা কখনো আমি তোমার হাতের প্যাস্টেলে আঁকা জড় পদার্থ. . কখনো বা আমি কবির হাতের বিদ্রোহী কলম. . কখনো হয়তো পথের ধারে জমে থাকা পুরোন জীবনের অর্থ. . আর কখনো হয়তো আমি তোমারই মতন কাঙাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।