আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো !

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখনি কিছু বলতে পারছিনা... aftabarif লিখে আমকে প্রায় সবখানেই খুঁজে পাবেন যেমন ফেসবুক টুইটার ইত্যাদি সামুতে নতুন তাই বেশি আসা হয়না ।

“ কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর ” এই লাইন গুলো আমার অনেক প্রিয় । অনেক জায়গায় আমি এই লাইন গুলা ব্যবহার করসি । কিন্তু আমি জানতাম না এগুলো কার লেখা ! (আমার অজ্ঞতা ) । ! আমার মনে হয় অনেকেই জানেনা এটা কার লেখা ।

যাই হোক জানিয়ে দেই । শেখ ফজলল করিম (১৮৮২ বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - সেপ্টেম্বর ২৮, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। উনাদের সময় ফেইসবুক ছিলনা নাহলে উনি হয়তো অনেক বড় ব্লগার কিংবা ফেইসবুক সেলিব্রিটি হতেন ... কিংবা হতেন না । হয়তো সস্তা জনপ্রিয়তা কে তিনি আগ্রাহ্য করতেন । কিংবা করতেন না।

হয়তো এসব নোংরামির দিকে তিনি জেতেন না ... কিংবা হয়তো জেতেন ... কি জানি । আমি বাপু ওতো কিছু বুঝি না । তবে লাইন গুলা আমার ভালো লাগে ... “ কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর .............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।