আমাদের কথা খুঁজে নিন

   

উত্তম জীবন

রকিবুল ইসলাম আজকাল আমরা উত্তম জীবন লাভের আশায় নানা প্রকার শর্টকাট ও অবৈধ পন্থা অবলম্বন করছি, কিছু কিছু ক্ষেত্রে আবার করতে খানিকটা বাধ্যও হচ্ছি। কারন আমাদের চোখ সর্বদা ঊর্ধ্বমুখী। আমরা কখনোই নীচের দিকে তাকাতে চাই না, আমরা কখনোই অল্পতে তুষ্ট হই না। মানুষ নই আজ আমরা, যেন এক এক জন রাক্ষস। আমাদের প্রবৃত্তি বলে আরও দাও, আরও দাও। কিন্তু এই উত্তম জীবন হল বিশ্বাস ও সৎকর্মের ফসল। যে ব্যক্তির জীবন-জীবিকা, সংসার হারামের ওপর ভিত্তি করে গড়ে উঠে তাঁর জীবনে ধ্বংস ও অশান্তি অনিবার্য। তার উচিত দ্রুত তওবাহ করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সৎকর্মময় জীবনের কামনা করা যার ভিত্তি হবে ঈমান, পরহেযগারী ও সৎকর্ম। আল্লাহ তায়ালা বলেন, "যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমাণদার, পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত।"(সুরা আন-নাহল ৯৭) তিনি আরও বলেন, "যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টির উপর সে ব্যক্তি উত্তম, না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতনোন্মুখ একটি গর্তের কিনারায় যা তাকে সহ (অচিরেই) জাহান্নামের আগুনে গিয়ে পড়বে , আল্লাহ তায়ালা কখনো যালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না" (সুরা আত-তওবাহ ১০৯)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.