আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের কিছু মজার ঘটনা এবং বরাবর প্রথম প্রেমিকা

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd ঘটনা-১ ক্লাস নাইনে পড়ার সময়কার ঘটনা। আমাদের এক ক্লাসমেট মর্নিং শিফটের এক মেয়ের প্রেমে পড়ল। এমনভাবেই পড়ল যে দুই মাস পরে যখন মেয়েটি তাকে ছ্যাকা দিয়ে অন্যের হাত ধরল, তখন সে জীবনে ওঠে দাঁড়ানের সপ্ন ছেড়ে দিয়েছে।

নাহ! সে আর বাঁচবে না। এই জীবন রেখে কি লাভ? তার খাবারে রুচি নেই, রাতে ঘুম নেই। শুধু নেই নেই নেই এই হাহাকার। কিন্তু একি! এক সপ্তাহের কিভাবে এতটা পাল্টে গেলো সে। নতুন জামা, নতুন প্যান্ট, নতুন একটা বেল্টও পরা শুরু করেছে সে।

বুঝিনি তখন। বুঝলাম কয়েকদিন পর যখন স্যার তাকে ক্লাসে দাড় করিয়ে ঘটনাটি ফাঁস করে দিলেন। আমাদের এই বিশ্ব প্রেমিক নতুন আরেক মেয়ের প্রেমের পড়েছেন এবং এমন একটি চিঠি দিয়েছেন যা প্রেমের জগতে চিরকাল অমলিন হয়ে থাকবে। আর মেয়েটিও মজা পেয়ে চিঠিটি স্যারের হাতে তুলে দিয়েছে। চিঠিটি নিচে দিলাম, বরাবর প্রথম প্রেমিকা নবম শ্রেণী ডট ডট ডট ডট হাই স্কুল বিষয়- প্রেম পাওয়ার জন্য আবেদন।

জনাবা, বিনিত নিবেদন এই যে, আমি আপনার একজন সহপাঠী। আমি ডে শিফটে পড়ি বলে আপনি হয়তো আমাকে চিনবেন না। কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার বহুবিধ গুনের কথা শুনিয়াছি। আপনার মেধা ভালো, হাতের লেখা সুন্দর এবং আপনার চেহারাও অসাধারণ সুন্দর।

এই সব দিকে বিবেচনা করিয়া আমি সিদ্দান্ত নিয়েছি যে আমি প্রেম করিলে আপনার সাথেই করিব এবং বিয়ে করিলে আপনাকেই করিব। অতএব, জনাবার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমার প্রেম প্রস্তাব গ্রহণ করিয়া আমাকে আপনার প্রেমিক হতে বাধিত করিবেন। নিবেদক আপনার হবু প্রেমিক ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ঘটনা- ২ তিন বছর আগের ঘটনা। বাসায় যাওয়ার জন্য বাসে উঠেছি। কোন সিট খালি নেই বাসে।

দুই জন মহিলা দাঁড়িয়ে, আর এক নবাবজাদা বসে মহিলাদের সিটে। রাগ ওঠে গেলো মাথায়। কাছে গিয়ে বললাম, এই যে অ্যান্টি, কোথায় নামবেন? লোকটা বোধহয় বুঝতে পারলো আমার অ্যান্টি বলার কারণ। চুপচাপ কিছু না বলে সিটটা ছেড়ে দিলো মহিলাদের জন্য। বাসের সবাইকেও দেখলাম মুচকি মুচকি হাসছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.