আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের রূপ !

একজন জীবন গবেষকের দিনলিপি - অন্তরজালের ডায়্#2

জীবনের মানে খুঁজে খুঁজে জীবনের অনেকটা সময় পার হয়ে গেল। তখন জ্ঞান ছিলো কম আর অনুভূতি ভোঁতা , প্রতিক্রিয়া ছিলো সবচেয়ে তীব্র। এক সময় উপলব্ধি এলো - জীবনের কোন মানে থাকে না, থাকার কথা নয়। এই পৃথিবীতে কি আমার করা উচিৎ এই প্রশ্নটা নিয়ে আর কখনো বিচলিত হই না। বুঝে গেছি , কারও আসলে কিছু করার কথা না।

হেন করা উচিত, তেনভাবে চলা উচিত -এই সব জটিলতা আমরাই তৈরী করে করে জীবনটাকেই তছনছ করে ফেলেছি । আমার অভিধানের কোন শব্দেরই তাই আর কোন মানে নেই। নাই বেঁচে থাকার কোন কারন। ততটাই যুক্তিহীন মরে যাওয়া। এখন তাই শুধুই দেখে যাওয়া।

একেক জন একেক ভাবে জীবনের পথ পাড়ি দেয়। শরীরের জেনেটিক্স এর মত , আমাদের প্রত্যেকের মনের গঠন , দেখার দৃষ্টি , অনুভবের গতি প্রকৃতি ভিন্ন। ভিন্ন- জীবন নামের অভিজ্ঞতাটাও! এই অভিজ্ঞতা গুলোকে জড়ো করে পড়তে , জানতে , বুঝতে ভালো লাগে। সেই জন্যই এখানে আসা। বন্ধুর উচ্ছসিত আগ্রহের ঠেলায় ।

অন লাইন জীবন, ভার্চুয়াল জীবন, সেও তো জীবন। দেখি, কেমন লাগে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.