আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নেয়া যাক সামু অথবা বাঁধ ভাঙার আওয়াজ সম্পর্কে জানা অজানা অনেক কিছু

যে মুখ নিয়ত পালায়......। । এটি একটি আসুন জানুন জাতীয় পোস্ট। মানুষ মাত্রই কৌতুহলী। জানার ইচ্ছা তার প্রবল।

তবে অনেক ক্ষেত্রেই সময় সুযোগ হয় না। দ্বিতীয়ত বলা যায় এটি একটি উপকারী পোস্ট। যারা সাইট/ব্লগ চালান তাদের উপকারে আসতে পারে। এই পোস্টে বিভিন্ন টুল ব্যবহার করে সামু সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানার চেষ্টা থাকবে। সামু এখানে উদাহরণ হিসেবে আগত।

এছাড়া আমার ধারনা ব্লগার দের এই ব্লগ সম্পর্কে আগ্রহ ও আছে। সামুর গুগল বিশ্লেষণঃ প্রথমে সামু র ইউনিক ভিজিটর দেখা হবে গুগল ট্রেন্ড ব্যবহার করে। দেখুন ২০০৯ এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সামুর ইউনিক ভিজিটর কেমন ছিল। বাড়ছে দিন দিন। এবার পুরো একটা বছর দেখা যাক।

২০১১। ২০১১ তে মোটামোটি একই রকম ছিল। মাঝে কিছু কমেছে। তার মানে কমিউনিটি ব্লগিং হুট করে বাড়ছে না। আস্তে আস্তে বাড়ছে।

তবে এই বৃদ্ধি আরেকটু বেশী হওয়া স্বভাবিক ছিল। (বি দ্রঃ এখানে ব্লগের সংখ্যা বৃদ্ধির ব্যাপারটা মাথায় রাখা দরকার। ) গত জুন মাসের ইউনিক ট্রাফিক প্রবাহ ব্যবহার করা হয়েছেঃ গুগল ট্রেন্ডস ফর ওয়েবসাইট । সামু যখন এলেক্সায়ঃ এলেক্সা সাইটের ট্রাফিকের উপর ভিত্তি করে রেংক দেয়। গুগল রেংকের মত।

সামুর এলেক্সা রেংক বাংলাদেশে ১১। এছাড়াও পেজ ভিউ, ভিজিটর ইত্যাদি সম্পর্কে আনুমানিক ডাটা পাওয়া যাবে। যেমন একজন ভিজিটর এই ব্লগে গড়ে কতটি পেজ দেখেন একবার ভিজিটে সেই ডাটাঃ এলেক্সা মতে গতকল্য একজন ভিজিটর ৮ দশমিক দুই পেজ দেখেছেন একবার ভিজিটে। ধারনা করা যাক, আট দশমিক দুই পেজ পড়ার পর তার মাথা গরম হয়ে যায় এবং তিনি দ্রুত ফেসবুকের দিকে দৌড় দেন। নিচে দেখা যাচ্ছে সামুর এভারেজ লোড টাইম স্লো দেখাচ্ছে।

তবে সমস্যা নাই। ফেসবুক রেও এখানে স্লো দেখায়। ব্যবহার করা হয়েছেঃ এলেক্সা সাইট এনালাইসিস ট্রাফিক দেখার পর এবার দেখা যাক সামহোয়ারিনব্লগ ডট কম ডোমেইন এর ব্যাপারে বিভিন্ন তথ্য। এর জন হু ইজ ব্যবহার করা হবে। হু ইজ ডাটাঃ কেনা হয়েছিল এই ডোমেইন ২০০৫ এর মে তে।

এবার হোস্টিং বিষয়ক তথ্য। ব্যবহার করা হয়েছে হু ইজ হোস্টিং দিস টুল । । এছাড়া ও একটি সাইটের পূর্নাঙ্গ তথ্য পেতে কোয়ার্কবেজ ভালো। লোডিং টাইম আলাদা ভাবে চেক করার জন্য পিংডম টুল দিয়ে দেখা হল কি অবস্থা।

জানুয়ারি ২০১২ তে লোডিং টাইম ১৮ সেকেন্ড! যাই হোক এখন কমে তা ২ দশমিক ৭। ভালো উন্নতি। এছাড়া ব্রাউজার শট দিয়ে দেখা যায় বিভিন্ন ব্রাউজারে যেকোন ওয়েবসাইটের ক্রিণশট। ওয়েবসাইটের অতীতের রূপ নাকী এই টুল দিয়ে দেখা যায়। ২০০৫ এর ৩০ ডিসেম্বর সিলেক্ট করে সামুর এই রূপ পেলাম।

বিজ্ঞজনেরাই বলতে পারবেন এটা সত্যি কি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.