আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন এ্যাডসেন্স ব্যান হওয়ার প্রধাণ কারণসমূহ :: এডসেন্স পাবলিশার হিসেবে আপনার জেনে রাখা আবশ্যক

আমরা জানি অনলাইন আণিংস এর ক্ষেত্রে গুগল এডসেন্স কতইনা মূল্যবাণ। সামান্য কিছু বিষয় অজানা থাকার কারণে আমাদের অনেকের এডসেন্স একাউন্ট প্রায়শই ব্যান করে দেয় এডসেন্স কর্তৃপক্ষ। আজকে আমি ঠিক সেই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক কাঠ খড় পুড়িয়ে এডসেন্স পেয়েছেন তাই একে ধরে রাখার ব্যাপারেও সতর্ক থাকা আবশ্যক। নিচে এ্যাডসেন্স ব্যান হওয়ার প্রধাণ কারণসমূহ উল্লেথ করা হলো্
  নিজের এ্যাডে নিজে ভুলেও কোনদিন  ক্লিক করবেন না।


কাউকে আপনার এ্যাডে ক্লিক করার জন্য উৎসাহিত করবেন না।
  ইমেজ বা ছবির পাশে গুগল এডসেন্স এর এ্যাড প্রদর্শণ করাবেন না।
এডসেন্স কোড সম্পাদনা থেকে বিরত থাকুন।
 লিংকের পাশে এ্যাড দেয়া থেকে বিরত থাকুন
কপি পেস্ট ও প-র্ণো মুক্ত সাইট বানান
ব্লাক হ্যাট এসইও পরিহার করে চলুন
  Page CTR ১০ এর উপর গেলে এ্যাড শো বন্ধ রাখুন
উপরোক্ত বিষয়সমূহ অবশ্যই মাথায় রাখবেন। ফলে আপনার এ্যডসেন্স একাউন্ট থাকবে সুরক্ষিত।


সৌজন্যেঃ marksitblog

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.