আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অলসতার সুত্র যা আমরা জেনে না জেনে করি

বাট টাকা পাই না কিছু অলসতার সুত্র যা আমরা ব্যবহার করি ১.যদি আমরা পানি ফেলে দেই, এটা এমনিতেই শুকাইয়া যাবে ২.মোবাইল চার্জ দেইনা, যতক্ষণ " ৫% চার্জ থাকে/লো ব্যাটারি ওয়ার্নিং দেয়) ৩.সার্চ দিয়ে গুগল এর প্রথম পেজ এ কিছু না পাইলে, এইটা পাওয়া যাবেনা ৪.বিছানা ঠিক করার দরকার কি আবার যখন ঘুমাইতেই হবে!! ৫.দেরি হইলে....যাওয়া বাদ ৬.ফ্রিজ থেকে আইস কিউব পড়লে.. লাথি দিয়ে ফ্রিজ এর নিচে দিয়া দেই উঠাইয়া অন্য কোথাও নেয়ার টাইম আছে? সুন্দর কোন পোস্ট দেখলে " ধুর লাইক দিয়া এম বি নষ্ট করার কি দরকার " শেষের টা এখন একটু বাদ দিতে পারবেন না?? দুইটা আজাইরা পুরান চাল ......। ১/ আশরাফুল মাঠে ব্যাট করার জন্য নামল...... তখন তার স্ত্রী তাকে ফোন করল , তার টিম ম্যানেজার ফোনটা রিসিভ করল স্ত্রী : আমার স্বামীকে একটু ফোনটা দিবেন , প্লীজ ? ম্যানেজার : দেখুন ও তো এই মাত্র ব্যাট করতে নামল , আপনি বরং পরে ফোন করুন। স্ত্রী : কোন অসুবিধা নেই , আমি জানি সে এখুনি ফিরে আসবে ২/ এক লোককে কুকুর কামড় দিয়েছে। তিনি গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার - একটা দুঃসংবাদ আছে,রহমান সাহেব। আপনার জলাতঙ্ক হয়েছে। রোগী - আমাকে এক টুকরো কাগজ আর একটা কলম দিতে পারেন? ডাক্তার - উইল করবেন বুঝি? রোগী - উহুঁ,কাকে-কাকে কামড়াতে চাই তার একটা লিস্ট বানাব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।