আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের ধর্ম পালন

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক। কাল রাতে বায়োলজি পড়ছিলাম।

হঠাৎ মোবাইলে রবি সার্কেল থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা চেক করলাম। শাউটটি দিয়েছিল বিএনপি সমর্থনকারী আমার এক কতিপয় ছাগু বন্ধু। ওর শাউটটি ছিল এইরকম, "যারা যারা কালকে সুন্নী সমাবেশে গিয়েছে, তারা ইসলামের জন্য যুদ্ধ করতে জানেনা। তারা মুসলমান নয়।

" আমি বললামঃ তোদের ইসলাম ধর্মে কি যুদ্ধ করতে বলা হয়েছে? সেঃ ইয়াপ। যুদ্ধ করা আমাদের জন্য জায়েজ। আমিঃ তোদের কোরানে কি লেখা আছে? সেঃ আগেরকালে নবীরা যুদ্ধ করেছেন। তাই আমারাও এখন যুদ্ধ করছি। আমিঃ ভালো।

তোদের কোরাণ কি অনেকগুলা নবী মিলে লিখসে? সেঃ অবশ্যই একজন। মহানবী(সাঃ)। আমিঃ মহানবী কি কোরানে যুদ্ধ করতে লিখে গেছেন? তিনি কি যুদ্ধ করতেন? সেঃ জানিনা। আগেরকালের মানুষেরা করতো। আমি আর এই নিয়ে কথা বলতে চাইনা।

গুনাহ হয়। আমিঃ আগেরকালের কথা বাদ দে। তোদের কোরানে লেখা আছে কিনা বল। সেঃ আমি জানিনা। আমিঃ তার মানে, তুই এখনো কোনদিন কোরান পড়িস নাই।

ভালো। তো তোরা এখন যুদ্ধ কেন করছিস? সেঃ ইসলামকে রক্ষার জন্য, নবীকে অপমান করার প্রতিবাদে। আমিঃ কোরানে কি ইসলাম রক্ষার দায়িত্ব তোদেরকে দেয়া হইসে? সেঃ জানিনা ভাই। না জেনে কিছু বলতে পারবো না। তবে মসজিদে গিয়ে ওখান থেকে এগুলাই শুনসি।

আমিঃ আমি চ্যালেন্জ ধরে বলতে পারি, কোরানে লেখা আছে, ইসলাম ধর্ম একমাত্র আল্লাহই রক্ষা করবেন। তোদেরকে ধর্ম রক্ষার দায়িত্ব দেয়া হয়্নি। সেঃ ভাই না জেনে চ্যালেন্জ করিস না। তোর গুনাহ হবে। আমিঃ আমি জানি।

আর আমার গুনাহ হলে হোক, তুই আমার সাথে চ্যালেন্জে আয়। আসলে তুই যেটা করছিস, ওটা ধর্ম রক্ষা নয়। দল পালন করছিস। তুই এখনো কোনদিন কোরান পড়স নাই, তুই কেমনে ইসলাম রক্ষা করবি? তুই যে না জেনে এগুলা বলস তোর গুনাহ হবে না? সেঃ যে দল ধর্মের পথে থাকে আমি সেই দলেই থাকি। আমিঃ সেই দলে থাকা তোর মানায়্না।

কারণ তুই ধর্ম নিয়ে কিছুই জানস না। একটা কথা বলি, কাল পরীক্ষা দিয়ে এসে, কোরানটা একবার পড়ে দেখিস। তোর সব ডাউট ক্লিয়ার হবে। তুই বুঝবি, কোনটা ভালো, কোনটা খারাপ। সেঃ তোদের ধর্ম নিয়ে কিছু কথা জিঞ্জ্যেস করি।

এরপর আমার ধর্ম নিয়ে বহুতক্ষণ কথা হলো। তারে বুঝাইলাম। তো এখন আপনারাই দেখেন বিম্পি-হেফাজতিদের ধর্ম পালন। ওর মত অনেকেই আছে, যারা আজ পর্যন্ত কোরান পড়ে দেখেনি। কিন্তু শহীদ, গাজী হতে প্রস্তুত।

এরাই কি ধর্ম ধ্বংস করবে? না রক্ষা করবে? হেফাজতীদের কিছু কথা বলি, ধর্ম রক্ষা করতে দল লাগেনা। নিজে ধর্ম পালন করুন। আপনার দেখাদেখি আরো ১০জন করবে। তাদের দেখাদেখি আরো। ধর্ম রক্ষা হবে।

আর পান্জাবী টুপি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ধর্ম পালন হয় না। ধর্মের কথা, নিয়ম জানতে হয়। ওগুলা মানতে হয়। তাইলেই ধর্ম পালন বা রক্ষা হয়। জীবনে কোনদিন নৌকার ধারে কাছে যান নাই।

কিন্তু যদি ' আমি মাঝি', ' আমি মাঝি' বলে লাফাইতে থাকেন, তাইলে এইটা কিছু হইলো? আল্লাহকে জানেন, আল্লাহর পরিচয় বুঝেন। আমার এই বন্ধুর মত নবীজীকে আল্লাহর বন্ধু ভেবে ধর্ম পালন করবেন না। নবীজী কখনো আল্লাহর বন্ধু ছিলেন না, হতে পারেন না। তিনি আল্লাহর প্রেরিত একজন শ্রেষ্ট রাসূল। যে নবীর অপমানের জন্য আজ শহীদ, গাজী হতে যাচ্ছেন, সেই নবীজীর নিয়মগুলো কোনদিন মেনে দেখেছেন? যদি মানতেন আশা করি আজ আপনারা এই ভুল পথে, এই ধর্মগ্রাসী, এই ধর্মব্যাবসায়ীদের পাতানো ফাঁদে পা দিতেন না।

এখনো সময় আছে, নিজেকে বদলান। আল্লাহর পথে চলুন। ধর্ম পালন করুন যথাযথভাবে। দেখবেন ধর্ম রক্ষা হবে। ধর্ম পালনে দলের প্রয়োজন হয় না।

প্রয়োজন হয় নিজের অভ্যন্তরের ভালো সত্ত্বাটির। জয় বাংলা, জয় তারুণ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.