আমাদের কথা খুঁজে নিন

   

একটি সকাতর বিনীত প্রার্থনাঃ অ্যানড্রয়েড গুরুরা আপনারা কই??

পথক্লান্ত... বিভ্রান্ত... অ্যান্ডুর প্রতি দুর্নিবার আকর্ষণ ছিল বইলা বহুত শখ কইরা একখান সনি এরিক্সন এক্সপেরিয়া মিনি প্রো কিনছিলাম । চার মাস হইলো এইডা ব্যবহার করতেছি । খাস দিলে কইতেছি সেইরাম একখান সেট । পছন্দ মত সব সফটওয়ার ডাউনলোডাইয়া হেব্বি মউজের উপর আছিলাম । তয় ইদানিং একটা সমস্যা ফেস করতাছি, ব্যাটারির চার্জ প্রতি ঘণ্টায় ১০-১২% হাওয়া হইয়া যায় যদি আনইউজড অবস্থায় পরে থাকে, আর মডারেট ইউজ করলে তো ১৫-২০% নাই । মেজাজ চরম খারাপ । সারাদিন দুইবার ফুল চার্জ দিয়াও শান্তি পাইতেছিনা । এই যেমন আজ সকাল ১০ টায় ফুল চার্জ দিয়া বাইরে গেছি, আর বাসায় ফিরছি রাত ৮ টায়, মাঝে ফোনে ২/৩ মিনিট কথা বলছি, তাতেই ফোনের চার্জ কমে ১০% হয়ে গেছে । এখন আমি কি করতে পারি, দয়া করে হেল্পান ???? এখানে উল্লেখ্য যে, => আমার অ্যান্ডুর ভার্সন জিঞ্জারব্রেড ২.৩.৪ (আপগ্রেড করার ইচ্ছা নাই) => স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে ২৫% অবস্থায় রাখা আছে => ব্যাটারির ক্যাপাসিটি ১১৯০ mAh মোবাইল ঠিক করতে না পারলে, সামু পরুম কেম্নে, আর কমেন্টাইব কেম্নে??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.