আমাদের কথা খুঁজে নিন

   

একলা চলো ! (হাদীসের আলোকে রচিত)

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন আমি যদি তোমার অমেয় করুনা না চাই আমি যদি তোমার অসীম ক্ষমা না পাই কিবা হবে ভয়াল সেদিনে, উপায় বলো ! নীতি যখন থাকবে শুধুঃ একলা চলো ! একলা বাবা-মা, একলা প্রাণপ্রিয় সাথী সূর্য ব্যাতিত থাকবে না, অন্যকোন বাতি একলা প্রহর আর অনন্ত সময় অপেক্ষা সবশেষে বিচারেরে ফল, নিকৃষ্ট সর্বাপেক্ষা ! ছুটব পানে এখান-ওখান আর দিক-বিদিক যদি বা পাই অমূল্য একটি নেকী; আক্ষরিক কেউতো তখন, হবেনা মোর এহেন সাথী যতই থাকুক না কেনো ভাব, জগতবাতি পাবো কি তখন, রসুলের (সঃ) শাফায়াত ! করছি কত অধিকার, সম্মান-সম্পদ আত্মসাৎ কিবা হবে ভয়াল সেদিনে, উপায় বলো ! যখন ফেরেশতারা টেনে-হিঁছড়ে বলবে, চলো চলো ! শেষ পরিনীতি ঘোর অন্ধকার, অতল গহ্বর থাকব সেখানে যুগ হতে অধিযুগ, যুগান্তর সেদিন হবে, দৃশ্যতঃ প্রানবায়ু নিভু নিভু অনন্তকাল রক্ত ও পুঁজের সাগরে হাবুডুবু নিত্যদিন ক্ষুধায় যারী, যাক্কুম হবে আহার সাথে নাড়িভুঁড়ি গলানো তপ্ত পানির নহর ৬৯ গুণ তেজী আগুনের দহনে, ৭০ গজ মোটা চামড়া খসবে বারবার কষ্ট বাড়াতে মুহূর্তেই প্রতিস্থাপন; আবার মুখের চোয়াল এফোঁড়ওফোঁড়, লোহার হুকে নারীরা ঝুলবে বিশেষ অঙ্গের বাঁধনে, বুকে চক্ষু হতে ঝরবে অবিরত নালার ন্যায় জল শেষে রক্ত, গভীর ক্ষত আর নৌকা চলার হাল সর্পদংশন মাত্র একবারে; বিষক্রিয়া ও ব্যাথা চল্লিশ বছরব্যাপী জানাবেই, এর অনুভব কথা সর্বনিম্ন শাস্তি; সামান্য আগুনের জুতোয় ফুটতে থাকবে মগজ, উতপ্ত তামার ন্যায় এখনো যদি তোমার অমেয় করুনা না চাই এখনো যদি তোমার অসীম ক্ষমা না পাই কিবা হবে ভয়াল সেদিনে, উপায় বলো ! নীতি যখন থাকবে শুধুঃ একলা চলো ! * যারী = কাঁটাযুক্ত দুর্গন্ধময় খাদ্য * যাক্কুম ফল = দুনিয়ায় এর একফোঁটা পড়লে গোটা দুনিয়াবাসীর সকল উপকরণসমূহ বিনষ্ট হয়ে যাবে । ____________________________________________________________________________ রচনাকালঃ ২১.০৪.২০১৩ ইং ......................................................................................................................................................... পটভূমিঃ অফিস শেষে বাসায় ফিরার পথে, মা কে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরার পর অনেক ক্লান্ত ও ঘুমে ঢুলু ঢুলু থাকা সত্ত্বেও এই কবিতাটা লিখার জন্য হয়ত, আল্লাহ্‌ আমাকে এত রাত পর্যন্ত জাগিয়ে রেখেছেন !!! আল্লাহু আ'লাম (চেয়েছিলাম ১১টার দিকে ঘুমাব, তা আর হলো কই ! কাঁদতে কাঁদতে এটাই লিখলাম ভোর ৪টা পর্যন্ত !) আমার, কোরআন - হাদিসের জ্ঞান নাই বললেই চলে ! (ভুল-ত্রুটি হয়ে থাকলে ধরিয়ে দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইল) তাই, শেষের দিকে হাদীস গ্রন্থ, মেশকাত শরিফের (দশম খন্ড, পঞ্চদশ অধ্যায়, জাহান্নাম বাসীদের প্রতি গুরুত্ব) সহায়তা নেয়া হয়েছে (প্রথমবারের মত কবিতায় হাদীসের ব্যবহার) । আমার সবচেয়ে সময়সাপেক্ষ লেখা, এডিটিং সহ প্রায় ৮ ঘন্টা ! আল্লাহ্‌ যেন আমার এই অন্তর নিসৃত অশ্রু ও নগণ্য চেষ্টার বিনিময়ে ক্ষমা করে দেন, সঠিক বুঝ দান করেন এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন । আমীন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।