আমাদের কথা খুঁজে নিন

   

ইরান এ ইসলাম চর্চা

হৃদয়ে মাদারীপুর আর কালকিনি আ আমার ছোটও গ্রাম ডাঁসার খিলগ্রাম। কাজের প্রয়োজনে জাহাজে আছি। তিন মাসের কন্ট্রাক্ট বর্তমানে ইরানে । রোযার মধ্যে একবার বন্দর আব্বাস এ বের হলাম বিকেলে আমি আর সাথে চিপ ইঞ্জিনিয়ার। চিপ ইঞ্জিনিয়ার পাকিস্তানি মুসলিম হওয়ায় আসর নামাযের সময় বলল চলেন নামায পরে আসি মসযিদে।

আমিও রাজি হলাম। খুব সুন্দর সাজান গুছনো মসজিদ খুব ভাল লাগ্ল। নামায শেষে দেখলাম সবাই আমাদের কে দেখছে। কিছু বোঝার আগেই চিপ ইঞ্জিনিয়ার বলল মত রুখিয়ে জলদি বাহার আজাও! আমি বাইরে এসে সোজা মানুষের মাঝে মিশে গেলাম। পরে জিজ্ঞেস করে জানলাম আমরা শিয়া মসজিদে ঢুকে গেসিলাম,একটু দেরি হলে বিপদ হতে পারত।

আমার জাহাজের ইরানি চিপ অফিসার এর কাছে জা বুজলাম এখানে হরহামেসা সুন্নি শিয়া একে অপরকে সুযোগ পেলেই জবাই করে!! শিরদাঁড়া দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল আর মনে পরল নামাজ পরার সময় লোকগুলোর চাহুনি!!! বন্ধুরা আমরা বাইরে থেকে ইরান সম্পর্কে যা জানি তার ৫০% ও সত্য না তাই কেউ এখানে বেড়াতে আসলে সতর্ক ভাবে চলাফেরা করবেন কারন Revolutionary Guard. পরে কোন একসময় লেখার আশা রইল। খারক/ইরান থেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.