আমাদের কথা খুঁজে নিন

   

সাদা কালোয় মুগ্ধতা

গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। আরে ওওও প্রাণের রাজা তুমি যে আমার পাশে পাশে থেকো মোর চাইনা কিছু আর। (২) আরে ওওও আমার রাণী আমি যে তোমার তুমি ছাড়া জীবনে নেই কো কিছু আর। এই বলতো কেন আকাশ এত নীল? তোর নীল শাড়ি সে পড়েছে আঁচল ঢেকে পরেছে। আচ্ছা!!! কেন ফুলে এত রুপ? তোর রুপ চুরি সে করেছে লাজে ঢলে পরেছে।

হায় হায় তোর কথার যাদুতে আমি মেনেছিরে হার। ও ও প্রাণের রাজা তুমি যে আমার পাশে পাশে থেকো মোর চাইনা কিছু আর এই বলতো তোর চোখে আছে কী? তোর স্বপ্ন কাজল মেখেছি, ছবি এঁকে রেখেছি। আচ্ছা!!! কোথা পেলি এত প্রেম? তোর মনের ছোঁয়া পেয়েছি, তাইতো ভালোবেসছি। হৈ হৈ মোরা হেসে খেলে পথ দুজনে হব পার। ও আমার রানী আমি যে তোমার তুমি ছাড়া জীবনে নেইকো কিছু আরা! http://www.youtube.com/watch?v=OvnFHuJpVMo ছবি: বাদশাহ শিল্পি: উমা ইসলাম, প্রবাল চৌধুরী অভিনয়: শাবানা, খসরু।

অবসরে একটা প্রিয় অভ্যেস ইউটিউবে সাদাকালো যুগের বাংলা সিনেমার গান দেখা। সেই সময়কার শাবানা, ববিতা, কবরী সুচন্দাদের সৌন্দর্য্য ঈর্ষনীয় রকমের। আমি বার বার মুগ্ধ হয়ে যাই গান গুলো দেখে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.