আমাদের কথা খুঁজে নিন

   

সাদা রাত

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড আসেনি ভ্রম যে বিচ্ছেদেও যাতনা শুধু, ক্রমশঃ কালো পিচ্ছিল পথে নেমে আসে দিনযাপনের হতাশা; সুন্দর সুদুরে আজ কত রঙ হতাশারা মলিন হয় স্বপ্নে, প্রেমে বাসনারা সজিব হয় আবেগে, অনুযোগে কবিতারা সহজ হয় কলম ভাঙার পর আমি আর ফিরবো না জানি, আর দেখবো না চাঁদ সাদা রাতে উড়াবো বাতাসী-মন, রাত জাগা পাখীদের সাথে নির্ঘুম এই আকাশের পথে দু'রকম রাত হয় কত কথা হয় সারারাত, আঙুলের নিঃশ্বাসে কাঁপে প্রতিবিম্ব সহসা সময় ফুড়ে গেয়ে উঠে জোৎস্নার গান; আবার কোথাও ধুসর রাত গোপনে নক্ষত্রের বারান্দায় ছড়িয়ে দেয় নিকষ পেলবতার কালো সম্ভোগ। হাতে হাত রাখার সেই সময় পেরুই আমরা অলৌকিক পিচ্ছিল হতাশায়ঃ সাদা রাতে, গোপনে গহিনে, যেন ফিরবো না আর এইসব প্রহরের সীমানায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.