আমাদের কথা খুঁজে নিন

   

অসম্পুর্ন স্বপ্ন

ঘুমের ঘুরেই ফোনটা তুলি,(ওপাশ থেকে)স্যার আপনি কই? আজ মন্ত্রীসভার মিটিং আছে ভুলেননি নিশ্চয়! যোগাযোগ-অর্থ-স্বরাষ্ট্র মন্ত্রী সবাই তুপের মুখে প্রধানমন্ত্রী, আপনিই পারেন জনতাকে বুঝাতে। খাদ্য-দ্রব্যের অগ্নিমূল্যে ওদের(জনতার)জীবন গেছে থেমে শেয়ারবাজারে বিনিয়োগ করে রাস্তায় গেছে নেমে সড়ক পথের বেহাল দশা, যাত্রীরা মরছেই মালিক-শ্রমিক সংঘাত, আজ দেখার কেউ নেই স্কুল-কলেজে পড়াশোনা নেই, চলছে অনশন-দাঙ্গা ব্যবসায়ীরা মরছে ধুকে সিন্ডিকেটরা চাঙ্গা পুলিশরা আজ পোশাকেই শুধু, বাস্তবে লাঠিয়াল সেবার বদলে বুটের লাথি জনতা বেসামাল । দুর্নীতিতে বিশ্বব্যাপী হয়েছে বদনাম রুই-কাতলারা ফোলে ফোলে আজ তিমির সমান সত্য কথা বলতে গেলে মামলা খাওয়ার ভয় চাটুকারী আর চাপাবাজিতে পদোন্নতি-জয় খুন-ছিনতাই-রাহাজানি-গুম নিত্যদিনের রুটিন জোর না থাকলে এই দেশে আজ বেঁচে থাকা বড় কঠিন । এসবকথা শুনে স্তব্ধ আমি ফোনটা রেখে অফিসের পথ ধরি ভাবি,কিসের প্রধানমন্ত্রী যদি দেশের জন্য কিছু করতেই না পারি রাগ-দুঃখ-ক্ষোভে মন্ত্রীসভার বৈঠকে আমি নির্দেশ দিয়ে বলি আজ থেকে চলবে না আর চাটুকারী-দলাদলি অপরাধীর জন্য কোন দল-পদবি নাই ব্যর্থ যত মন্ত্রী-নেতা আজই তাদের অব্যহতি, কোন ক্ষমা নয় অবৈধ পথে যারা গড়েছে টাকার পাহাড়,আপন করেছে দুর্নীতিরে তাদের ধরে কারাগারে দাও,টাকাগুলো রাখো সরকারি কোষাগারে যারা ক্ষমতার করে অপব্যবহার,করে গুন্ডামি-চাঁদাবাজি তাদের ধরে জেলে ঢুকাও, প্রয়োজনে ক্রসফায়ার আজই সরকারি কর ফাকি দেয় যারা, করে ঋণখেলাপি তাদের লাইসেন্স বাতিল করে আদায় করো ভর্তুকি সরকারি চাকরিজীবী যারা করে গড়িমসি করে তদবির চাকরি থেকে ইস্তফা দিয়ে জরিমানা আদায় কর শীগগির নোংরা কোন রাজনীতি নয় শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাতেই চাকরি, নয় কোন মামার টানে। হঠাৎ গায়ে পানির ফোঁটা চমকে উঠি, ঘুমও ভেঙ্গে যায় দেখি,আমার ভাঙ্গা ঘরের চালা ভেদ করে বৃষ্টির পানি পড়ছে অঝর ধারায় । অভিমান নয় অনুযোগ করে বৃষ্টিকে আমি বলি আর কতকাল যখন তখন আমায় জাগাবি তুইতো জানিস নুন আনতে পান্তা আমার ফুরায় সুন্দর একটা স্বপ্নও কি দেখতে দিবি না আমায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।