আমাদের কথা খুঁজে নিন

   

অসম্পুর্ন দ্বীধা।

Khan IT Source

রোদ থেকে পাওয়া এই দিনটি তোমার হাতে শুকনো কাগজের পৃষ্ঠা যখন যা ইচ্ছে লিখতে পারো, যখন যা খুশি ভাবতে পারো বলতে পারো নিজেকে নিজেই। তোমার খোলা চুলের পাশ কেটে যখন ঝলমলে হাসি মাখা চোখে তাকাও আমি গন্ধ শুকি হারিয়ে ফেলবো ভেবে চেয়ে থাকতে পারি না, শুধুই ভাবাও। রোদ থেকে পাওয়া এই দিনটি তুমি কাগজের নৌকর মত পার করে দাও আমি রাত হলেই এই কাগজের ভাঁজ খুলি, তুমি আরো কগজের নৌক বানাতে থাকো আমি আর ভাঁজ খুলতে পারি না আমার তুমি স্পষ্ট অথচ রহস্যে থেকে যাও আমি তোমার ভাঁজ খুলতে পারি না। আমার আঙুল ছুয়ে কোথাও হাত রেখে নির্লিপ্ত দৃষ্টিতে বলে যাও সহজ সরল! তখন কে বুঝবে তুমি আমাকে বুঝোনা কে বুঝবে আমি তোমার মাঝে নেই রোদ থেকে শুধু একটা দিন এসে যায় আমি আর খুজতে পারি না তোমাকে তোমার মাঝে আমাকে ডুবিয়ে রেখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।