আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণা করতেও ঘৃণা হয়

সত্যবাদী কিছু মানুষ রূপী জানোয়ার আমাদের মাঝেই বসবাস করে। এতো সুন্দর তাদের মুখোশ, চিনতে ভুল হবারই কথা। চোখের সামনেই তাদের হাসতে খেলতে দেখবে। সন্তানের কষ্টে নির্ঘুম রাত কাঁটাতে দেখবে। মানুষের মতই এরা আবার ব্যাথাও পায়! কিন্তু মাঝে মাঝে এদের কদর্য চেহারাটা মুখোশের আড়াল থেকে বের হয়ে আসে।

কি কুৎসিত সেই রূপ। নিজেকে এদের সমগোত্রীয় ভাবতে তখন গা ঘিন ঘিন করে। আজ ঈদের দ্বিতীয় দিন। রাতে শ্বশুর বাড়িতে ছিলাম। তাদের পাশের বাসার প্রতিবেশীরা ঈদের আনন্দ 'ভাগ' করে নিতে সপরিবারে ভারত ভ্রমণে গিয়েছেন ২৭ রমজানের আগে।

যাবার আগে ভাবীকে বলে গিয়েছে "আপা, বাসাটা খালি রেখে যাচ্ছি, একটু দেখে রেখেন"। সেই খালি বাসাটা থেকে আজ সকালে করাঘাতের আওয়াজে কিছুটা চমকে উঠেছিল সবাই। দরজার পাশে গিয়ে দাড়াতে জানা যায়, গৃহপরিচারিকা ভেতরে বন্দী! এবং তার খাবার ফুরিয়ে গেছে। ভেতরের সব ঘর গুলোও বন্ধ। শুধু মাঝখানের হল রুমটা খোলা।

তাঁকে যে কোনভাবে খাবার পৌঁছে দেব সে উপায়টিও নেই। একেই বোধ হয় তবে ঈদের আনন্দ ভাগ করে নেয়া বলে! বাড়ির আসল মালিককে ফোন করে জানানো হল পুরো ব্যপারটা। তিনি এখন চেষ্টা করছেন তার এই মানুষরূপী পশু শ্রেণীর ভাড়াটিয়াদের সাথে যোগাযোগ করার। আল্লাহ্‌ জানেন কখন এই ক্ষুধার্ত বন্দী মানবী কে আমরা খাবার পোঁছে দিতে পারব। এই সমস্যার হয়তো একটা সমাধান হবে, কিন্তু এই ব্যধিটার কি হবে?! আমাদের এই সমাজে এইরূপ পশুদের সংখ্যা নেহায়েত কম নয়।

তারা আপনার আমার পাশেই আছেন। এদের দ্রুত চিকিৎসার প্রয়োজন। পুলিশ দিয়ে এদের সঠিক চিকিৎসা সম্ভব নয়। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি চাইছি, ঠিক এই রকম একটি পরিস্থিতিতে এই দম্পতির মুখোমুখি দাড়াতে। তাদের একটি কথা বলার জন্য, তোমাদের করুণা করতে ঘৃণা হয়.।

.। .। তোমাদের ঘৃণা করতেও ঘৃণা হয়.। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।