আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণা করি আপনাদের মানসিকতায়, ঘৃণা করি আপনাদের বিবেক হীনতাকে ...

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। গত তিনদিন ধরে আপনারা যারা টিভিতে, ফেসবুকে, ব্লগে লাগাতার বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি পোষ্ট করে আসছেন তাদের প্রতি রইলো আমার তীব্র ঘৃণা।

হা, আপনাদের ঘৃণা করা যায়, আপনাদের ঘৃণা করা উচিৎ। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের পিছনে যে কারনই থাকুক, যে ই করে থাকুক, আপনাদের এই রকম ছবি দেখানোর বা পোষ্ট করার টাইট নাই, কারও মৃত্যু আপনাদের মনে রাগ সৃষ্টি করতে পারে কিন্তু কারও মৃত্যু কখনোই আপনাদের ব্যবসার বস্তু বা রাজনৈতিক চাল বা টিআইপি বৃদ্ধির হাতিয়ার হতে পারে না। আপনাদের বিবেক বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেই ঘুনেধরা বিবেককে প্রশ্ন করেন, যদি বিশ্বজিতের জায়গায় আপনি হতেন, আর আপনার মৃত্যু লাইফ টেলিকাষ্ট হচ্ছে তাহলে আপনার কেমন লাগতো? আচ্ছা বিশ্বজিতের বাবা মা ভাই বোন যখন ঐ ভিডিও টা দেখবে (আমার ধারনা দেখেছেন কারন প্রতিটি চ্যানেল, প্রতিটি নিউজ পেপারে এই একই ছবি, এই একই ভিডিও) তাদের কেমন লাগবে? ঘরের আদরের সন্তান কে কয়েকটা মানুষরুপী হায়েনা মেরে ফেলছে আর কিছু শোয়ুরের বাচ্চা তা ভিডিও করছে আর বাকি দুনিয়া ভিডিও দেখে উঃ আঃ করছে, পারবেন সহ্য করতে? আপনার সন্তানকে যদি এভাবে হত্যা করা হয় আর আপনে যদি টিভি খুলেই তা দেখেন তাহলে কেমন লাগবে আপনার? এই ভিডিও একটি এভিডেন্স কিন্তু তা কোন ভাবেই পাবলিক অডিয়েন্সের বিষয় নয়। আমাদের আবেগ অনেক কিন্তু বিবেক বলে কিছু নাই। আমরা কিভাবে ভুলে যাই যে বিশ্বজিতের পরিবারের কেমন লাগবে? আমরা কেও আজ নিরাপদ না, আজ বিশ্বজিৎ কাল আমার বা আপনার লাইফেও এটা ঘটতে পারে।

তাই আমি এইসব ভিডিও ফুটেজ বা ছবি প্রদর্শনের বিপক্ষে, যারা পোষ্ট করছে তাদের প্রতি তীব্র ধিক্কার জানাই, আর যারা এমন ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি সুতীব্র ঘৃণা ... আমাদের মনে রাখতে হবে, মানুষরূপী হায়েনাদের কোন দল থাকেনা, তাদের একটাই পরিচয়, তারা "অমানুষ" ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।