আমাদের কথা খুঁজে নিন

   

মুসলমানরা যেভাবে সংখ্যালঘু হলো - পারফেক্ট ক্যালকুলেশন

পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ। এ ভাই থামেন ! থামেন ! .. মাথা ঠান্ডা করেন ! তারপর একটু চিন্তা করেন। জনাবা সুশীলা রোকেয়া সাহেবা যদি বলে থাকেন মুসলমানরা সংখ্যালঘু তবে ভুল বলেন নি। আহ ! আবার উত্তেজিত হইতেছেন কেন? .. মাথা ঠান্ডা করেন .. মাথা ঠান্ডা করেন ! উনার ক্যালকুলেশনটা একটু অন্য সামগ্রিক দৃষ্টিতে।

.. মাথা ঠান্ডা করেন... বলতেছি !! উনি বাংলাদেশকে আলাদা করে হিসাব করেন নি; করেছেন ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে। তাহলে ভারতের অন্যান্য রাজ্যগুলোর মোট জনসংখ্যা হল ১২৭ কোটিরও বেশি। এদিকে উনার বাংলাদেশ নামক অঙ্গরাজ্যে জনসংখ্যা ১৬ কোটি। তাহলে মোট জনসংখ্যা দাঁড়ালো ১৪৩ কোটি। এবার আসুন।

ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোর মোট মুসলমানের সংখ্যা ১৮ কোটির মতো। আর উনার হিসেবে বাংলাদেশ নামক অঙ্গরাজ্যের মুসলমানের সংখ্যা সাড়ে ১৪ কোটি। তাহলে মোট মুসলমানের সংখ্যা দাঁড়ালো সাড়ে ৩২ কোটি। আহা হা হা ! হিসাব তো ঠিকই আছে ভাই। উনি যদি বাংলাদেশকে ভারতে একটি অঙ্গরাজ্য ভাবেন তাহলে তো হিসাব একেবারে খাপে খাপ !! ১৪৩ কোটি মানুষের মধ্যে সাড়ে ৩২ কোটিতো সংখ্যলঘুই বটে ! নব্য সংখ্যালঘু আরকি !! তবে সামনে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে মিজান সাহেব, রোকেয়া প্রাচীর সাহেবারা এগিয়ে আসবেন কি? মানে বলতে চাচ্ছিলাম.. সামনে যখন এই নব্য সংখ্যালঘুরা সরকারের পশ্চাতদেশে কষে লাথি লাগাবে, তখন কি উনারা সরকারের পশ্চাতদেশে ব্যান্ডেজ লাগাতে ব্যস্ত থাকবেন ? নাকি এই নব্য সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যস্ত থাকবেন।

আহ হা হা !! হিসাব তো দেখি খাপে খাপ !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.