আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের আংশিক মানে

মহাশক্তি বাতাস আর বিশালতায় ছেয়ে থাকা আকাশের বুক থেকে ঐযে ছোট্ট বালকটি যেভাবে তার ঘুড়িটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক তেমন করে যদি আমার জীবনটাকে নিজের করতে পারতাম। জীবনের ওলিগলিগুলো কেমন যেন অচেনা মনে হচ্ছে, যেন ভিন গ্রহ হতে পথভুলে আসা কোন নতুন পথযাত্রীর চোখে দেখা প্রতিটি পদক্ষেপ | আমি আজ হয়রান হইনা, বারে বার নিজেকে নতুন করে নতুন কোনস্থানে আবিষ্কার করি | কেন যেন সব খুব আপন হতে শুরু করে খুব হঠাৎই ! চকিতে ভাবি, কিসের এই টান ? কেন এত টানে আমায় ??? কেউ কি বলতে পার ??? নাকি তুমিও ভেসে আসা জলের ফেনার মতো ? জলের সাথে জলের সঙ্গঘর্ষের ফলে তোমার সৃষ্টি, আবার হারিয়েও যাবে তার দাপটে ! নাকি নিজেকে আজও চিনার সুযোগ ও সময় কিছুই হয়নি তোমার ? তুমি কি ? আমি বলি ! হা হা হা হা হা হা হা আমি সেই সময়ের সাক্ষী, যেখানে মানুষ এতটুকু ভালবাসার জন্য নতুন করে জীবন তরীর বৈঠা শক্ত করে আকড়ে ধরে | অচেনা পথের মাঝে ও সহস্র পথের সূচনা করে ফিরে ! তুমি সেই ভালবাসার কাঙ্গাল, আমিও তাই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.