আমাদের কথা খুঁজে নিন

   

হিমবাহের ১২ ভাগের ১১ ভাগ কিন্তু পানির নিচেই থাকে, যদিও সেটা দেখা যায় না

ভারতে ৫ বছর বয়সী শিশুর ধর্ষক গ্রেপ্তার "আবারও প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে দিল্লির বাসিন্দারা। তারা হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে বলে জানা যায়। নারী সংগঠনগুলো দাবি করছে সমাজটা বিকৃত রুচির লোকে ভরে গেছে। নারী নির্যাতন রোধে সামাজিক উদ্যোগ গ্রহণের দাবি করেন তারা।" ঐ সব "শীলা কি জাওয়ানী" "মুন্নী বদনাম" টাইপের আইটেম সঙের কুফল কি ভারতীয়রা স্বীকার করবে না? আর আমরা বাংলাদেশীরাও কি উটপাখির মত বালিতে মাথা গুঁজে থেকে বিকৃত রুচির পুরুষদের দিকেই শুধু তর্যনী উঠাব? কিন্তু সেটাতো হিমবাহের ভেসে থাকা অংশ মাত্র; অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, যৌনতায় ঠাঁসা সবকিছুর এমন নির্বিচার প্রচার ও প্রসার অব্যাহত রেখে, যুবক-যুবতীদের যৌনতার মাদকতায় বুঁদ করে দিয়ে কীসের সামাজিক উদ্যোগ আর কীসের কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।