আমাদের কথা খুঁজে নিন

   

ঈদকে সামনে রেখে ৭টি নতুন অনলাইন অ্যালবাম মিক্সট্যাপে

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ ঈদকে সামনে রেখে নতুন ৭টি অনলাইন অ্যালবাম এনেছে মিক্সট্যাপ । ৬টি ভিন্ন ক্রিউ/সলো আর্টিষ্টের প্রযেজনায় এই অ্যালবাম গুলোতে রয়েছে নতুনত্ব। তবে মিক্সট্যাপের সাথে পার্টনাশিপড অন্য অ্যালবামগুলোর মতোই এই অ্যালবামগুলোর মধ্য রয়েছে র‍্যাপ/হিপহপ এবং ক্লাব মিউজিকের আধিপত্য। চলুন দেরি না করে দেখে আসি এই অ্যালবামগুলোঃ ১. দ্যা র‍্যাপ সিন্ডিকেট (ভাই-ব্রাদার্জ) এবারের ঈদের সবচেয়ে বড় আকর্ষন হচ্ছে র‍্যাপষ্টা অ্যাব্অজ প্রযেজিত ২য় অ্যালবাম দ্যা র‍্যাপ সিন্ডিকেট (ভাই-ব্রাদার্জ) । কারণ এই অ্যালবামে আছেন দেশ প্রজেক্ট এর সিইও এমসি শেক।

তিনি এবারই প্রথম অন্য কারো অ্যালবামে ট্র্যাক দিলেন। এছাড়াও ব্যাড বয়েজ ক্রিউ, টিজি-ইউনিট, টিএইচ সহ আরো বিভিন্ন আলোচিত র‍্যাপাররা আছেন এখানে। ২. প্লেইং দ্যা আন্ডারগ্রাউন্ড এমসি প্রিন্স প্রযেযিত এই ইন্টারন্যাশনাল অ্যালবামটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন অ্যালবাম। অ্যালবামের অন্যতম আকর্ষন পৃথিবীখ্যাত র‍্যাপার লিল ওয়েইন। আন্তর্যাতিক এই র‍্যাপার প্রথম বাংলাদেশের মিউজিক ইন্ডাষ্ট্রিকে সমৃদ্ধ করলেন।

এছাড়াও আরো বিভিন্ন আলোচিত র‍্যাপাররা আছে এখানে। ৩. হিপহপ হুররে সিলেটের র‍্যাপ বম্ব ব্যাডবয়েজ ক্রুর মেইনস্ট্রীম অ্যালবাম হিপহপ হুররে এই ঈদ এ রিলিজ পেয়েছে সিলেটে। তবে অন্যবিভাগের শ্রোতাদের জন্য চিন্তা নাই। মিক্সট্যাপ এর মাধ্যমে এই অ্যালবামটি আপনারা শুনতে এবং ডাউনলোড করতে পারবেন নিশ্চিন্তে। এই অ্যালবামটিতে রয়েছে জনপ্রিয় গান কাজীর বাজার, প্রেম আর লন্ডনি ক্রেজ এর দ্বীতিয় পার্ট।

পল্লব ভাই, ডেক দ্যা সিক্স, এন বি এন লাইভ, এসিড ডি এর সাথে অতিথি হিসেবে আছে এমসি শেক। ফকির লাল মিয়াকে ডিজ দিয়া গাওয়া মহাকাল [লাল ইজ টাল পার্ট টু] রয়েছে এই অ্যালবামে। ৪.আনসাইনড রি-বোর্ন জনপ্রিয় আনসাইনড সিরিজের ৩য় অ্যালবাম আনসাইনড রি-বোর্ন এর রিলিজের কথা আগামী সেপ্টেম্বরের ১ তারিখ। তবে মিক্সট্যাপের মাধ্যমে আপনি সেটা শুনে ফেলতে পারেন এখনই। এই ইন্টারন্যাশনাল মিক্সট্যাপে অংশগ্রহন করেছেন ৪৬জনের বেশী র‍্যাপার।

৫.বেষ্ট অফ ইর্ফু প্রোডাকশন কুমিল্লার মিউজিক প্রোডিউসার মিজতা ইর্ফু তার নিজের স্টুডিও ইর্ফু প্রোডাকশন থেকে বের হওয়া সেরা ১০টি ট্র্যাক নিয়ে করেছেন তার প্রথম অ্যালবাম বেষ্ট অফ ইর্ফু প্রোডাকশন। । ৬. ন্যাসটি ক্লাব সিটুকে প্রযেযিত প্রথম মিক্সট্যাপ। ইন্টারন্যাশনাল এই মিক্সট্যাপে রয়েছেন লিকুইডসিলভা, পল্লব ভাই, টিজি ইউনিট সহ আরো অনেকেই। ৭. ইভিল ডিডস শাহরিয়ার রেহান প্রযেজিত এই মিক্সট্যাপে রয়াছে অনেক আলোচিত র‍্যাপার।

লাল মিয়াকে ডিজ দিয়ে চুপ থাক গানটি এই মিক্সট্যাপে রয়েছে। আরো অনলাইন অ্যালবাম পেতে ভিজিট করুনঃ http://mixtape.rapstaabz.com/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.