প্রতিবারের মতো এবারেও ঈদে বেশ মজা হবে। মার্কেটগুলোতে মানুষের ভীড় জমে উঠেছে। জমে উঠছে আনন্দ। সেই সাথে আরেকটি বিপরীত চিত্রও দৃশ্যমান। রাস্তার পাশে , ফুটপাথে ভিখারী, দুস্থ মানুষের ভীড়ও লক্ষনীয়।
শতছিন্ন জামা বা শাড়ী গায়ে ওরা ভিক্ষা করছে। কিংবা ছোট ছোট শিশুরা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে । চোখে অর্থহীন দৃষ্টি , গন্তব্য জানে না। কখনো কখনো ওদের দেখা যায় বড় বড় শপিং মলগুলোর গেটের বাইরে ঘুরে বেড়াতে কিংবা আলোকোজ্জল দোকানগুলোর দিকে তাকিয়ে থাকতে। ওদের কাছে ঈদের অর্থ হয়তো দীর্ঘশ্বাস কিংবা হতাশা।
মাঝে মধ্যে আমরা ফিরে তাকাই , কেউ কেউ একটু দু:খ পাই - আবার ভুলে যাই। এই ভুলে যাওয়াটা রোধ করতে পারলে ভালো হতো। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো ওদেরকেও ঈদের আনন্দে শরীক করতে পারি। কিছু না, এই সামান্য ১০০ বা ২০০ টাকা খরচ হবে। যে কোন ফুটপাথ থেকে একটা জামা, কিংবা লুঙ্গি বা পাঞ্জাবী কিনে হাতে নিয়ে হাঁটতে থাকুন।
তারপর সামনে যাকে পাবন তাকেই সেটা দিয়ে দেন - আপনার জন্য এটা , ঈদে পরবেন। ব্যাস, তারপর আবার আপনার গন্তব্যে - আপন আনন্দে চলে যান। আর কিছু নাই হোক ,আপনার কাপড়টা হাতে পাবার পরে সেই দুস্থের কৃতজ্ঞ মুখভঙ্গি আপনার অনেকদিন মনে থাকবে। নি:সন্দেহে এই মুহুর্তটা আপনার জন্য একটা প্রাপ্তি হবে, কারণ এটা সবসময়ের জন্য আপনার আনন্দের একটা উৎস হবে।
আসলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না।
কিন্তু প্রত্যেকের ছোট ছোট চেষ্টা অনেকের জন্য অনেক বড় প্রাপ্তি বা আনন্দের উৎস হতে পারে। আমাদের ফুটপাথে এখনো ১০০-১৫০ টাকার মধ্যে কাপড় পাওয়া যায়। আসলে এই টাকাটা খরচ করা আমাদের সবার জন্যই সম্ভব। কেউ যদি বেশী দামের মধ্যে পারেন তা হলে তো কথাই নেই। ঈদকে শেয়ার করার এই নীরব প্রচেষ্টা অবশ্যই প্রকৃতির বুকে লেখা থাকবে।
আপনি প্রাপ্তি হিসাবে পাবেন আনন্দের ঠিকানা।
আসুন ঈদকে শেয়ার করি - সবার সাথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।