আমাদের কথা খুঁজে নিন

   

ঈদকে একটি ইভেন্ট হিসেবে পাঠ করা, মাধ্যম ফটোগ্রাফি, আমার কিছু প্রস্তাবনা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

শিরোনাম দেখেই অনেকে জটিল আঁতলামী ভাইবা আঁতকে উঠতে পারেন। আমি আশ্বস্ত করতে পারি যে আমার প্রস্তাবনা এমন কিছু নয় আসলে। ব্লগে ছবি নিয়া অনেকের আগ্রহ লক্ষ্য করছি।

তবে এর প্রায় সম্পূর্ণটাই প্রথাগত নন্দন তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ অথবা দেখ ওরা কি কষ্টে আছে টাইপ। যে কোন উৎসবে আমাদের নিমজ্জনও এমন যে এই বিষয়ক আমাদের ছবি তোলাও খুবই রিপিটেটিভ এবং বিদ্যমান রেটোরিকের পুন:উৎপাদনকারী। তবে সেই গল্পে আজকে না যাই। আমার প্রস্তাবনা হইল এই ঈদে ব্লগাররা তাদের ছবি তোলার যে কোন প্রকারের যন্ত্র ব্যবহার করিয়া এমন সব ছবি তুলতে চাইবেন কিনা যা সাধারণত আমরা তুলি না বা দেখি না। উৎসবে মেতে উঠতে আমি নিজেও খুবই পছন্দ করি, আবার একই সাথে চোখ খোলা না রাখালেও আমার অস্বস্তি বোধ হয়।

আনন্দকে তীক্ষ্ণ করে তুলবার জন্য এই ঈদেই পরিলকল্পনা মাফিক, একটু প্রস্তুতি নিয়ে আমরা এমন ধরণের ছবি তুলবার চেষ্টা করি যা অন্য কথা বলে বা বলতে চায়। আমি মনে করি একটু সতর্ক হলে ব্লগের অনেকেই এটা করতে সক্ষম। এরপর এইসব ছবি নিয়ে একটা ব্লগীয় প্রদর্শনীও করে ফেলি। দেখা যাক দর্শক এবং দর্শকত্ব নিয়ে আমাদের ভাবনা পরিসর কেমন? আগ্রহীরা ছবি তুলুন এবং নিজের বাছাই করা সর্বোচ্চ ৫টি ছবি নিয়ে ক্যাপশন লিখে পোষ্ট দিন। ছবি এবং ছবির কথা, বিতর্ক ইত্যাদি নিয়ে একটা ই-বুকও তৈরী করা যেতে পারে।

আমি আমার দুর্বল এন৭০ নিয়ে আনন্দ/কাজ শুরু করলাম। সবাইকে ঈদের আনন্দে মাথা খাটাবার অগ্রীম শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.