আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলার ঈদ,বড়বেলার ঈদ ।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন ছোটবেলার ঈদ,আর এখনকার ঈদের মাঝে বিশাল পার্থক্য । তখনকার দিনগুলোর ভালোলাগাটা ছিল অন্য এক আকর্ষণের । একদম শুরু থেকে শেষপর্যন্ত সবকিছুই ভালো লাগতো ।

দলবেধে সালামি আদায়,বেড়ানো সবকিছুতে কেমন জানি একটা মায়াময় আবেশ ছিলো । আগে নিজে সালামি আদায় করতাম । কিন্তু এখন নিজে দিতে হয় । ছোটদের ভিড়ে নিজের অতীতকে খুঁজে পেতে বড় ইচ্ছে করে । তবে এখনো ঈদ আসে,ঈদ যায় তবে এতো খুশি,আনন্দ খুঁজে পাওয়া যায় না ।

তাই আজ আমার ছোটবেলাটাকেই মিস করছি ভীষণভাবে । আগামীকাল ঈদুল ফিতর,সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।