আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলার কাপড়

আমার ব্যক্তিগত ব্লগ

এদেশে বাচ্চা জন্মগ্রহন করার পর কত কাপড় লাগে। কাঁথার পরিমানটাই হয়তো সবচেয়ে বেশি লাগে। আমার আম্মা কখনও কিছু ফেলতে চাননা। কোন কিছু ছিঁড়ে গেলে বা ভেংগে গেলেও সেটা রেখে দেন। ফলে ঘর জন্জালে ভর্তি।

তাঁর বক্তব্য হলো, পয়সা দিয়ে কিনেছি ফেলে দেয়ার জন্য? আমরা সব ভাই-বোন মিলে হাজার বুঝিয়ে কিছু বোঝাতে পারিনি। সুতরাং আমাদের ছোটবেলার পিচ্চি পিচ্চি কাপড় এখনও আছে। এবং আমার ছোট ভাইকে জীবনের প্রথম ২ বছর বোনদের কাপড় বা মেয়েদের কাপড় পরেই কাটাতে হয়েছে। বাড়িতে ছোট বাচ্চা আসার প্রস্তুতিও আম্মা সব সময় আগে থাকতে নেন। তামিম (আমার বড় আপার ছেলে) হবার আগে থেকে কাঁথা সেলাই করিয়ে রেখেছিলেন।

এবার বড় আপা বলল, শিমুলের বাবুর জন্য কিছু করবেন না? আম্মা বললেন সব আছে। বুঝলাম, বেচারার কপালে পুরানো কাপড় জুটবে। তবে পুরানো কাপড় নরম হয়, আসা করি ওর ভালই লাগবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।