আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন বন্ধ রাখুন, রেস্তোরাঁয় সস্তায় খান!

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় অদ্ভুত এক অফার দিয়েছে এর কর্তৃপক্ষ। ‘ইভা রেস্টুরেন্ট’ নামের এ রেস্তোরাঁয় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকলেই খাবারে ডিসকাউন্ট পাওয়া যাবে। ইভার কর্তৃপক্ষ জানিয়েছে, মুঠোফোনের পর্দায় চোখ না রেখে চারপাশের টেবিলে কোন ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে, সেটা খেয়াল করলেই এ ডিসকাউন্টের জন্য মনোনীত হবেন ক্রেতা। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ইভা রেস্টুরেন্টের মালিক মার্ক গোল্ড জানান, তাঁর রেস্তোরাঁয় এ অফার দেওয়ার কারণ হলো, প্রযুক্তির পরিবর্তে এখানে খাবার খেতে আসা মানুষের মধ্যে সম্পর্ক তৈরির একটা পরিবেশ সৃষ্টি করা। রেস্তোরাঁয় ঢোকার সময়ই ক্রেতাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। গোল্ড জানান, অফারটি শোনার পর রেস্তোরাঁয় খেতে আসা ব্যক্তিদের প্রায় অর্ধেকই এ ডিসকাউন্ট নিতে রাজি হন এবং এ ধরনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মুঠোফোন বন্ধ রাখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।