আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন সমাচার

আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
ঊষার আলো ফুটতে তখন সামান্যই বাকি; আকাশের বুকে হেলান দিয়ে ঝিমুচ্ছে পর্বতমালা, ঘুমুচ্ছে চাঁদ, প্রিয় নগরী। নিস্তব্ধতা পরম কাঙ্খিত যখন; সারাদিনের ক্লান্তিরা ঘুমের কাছে মিনতি করছে শুধু,"ক্ষমা করো, ক্ষমা করো..." হঠাৎ সেলফোনে মোহন রিংটোন- ঢেলে দেয় ধুতুরার রস আধেক ঘুমে; ঝাপসা দৃষ্টি জিজ্ঞাসু চিহ্ন আঁকে ললাটে, মৃতসঞ্জীবনী শক্তি যেন ভর করে প্রিয়জনের মমিকৃত সিমে- মন আমার নিখাদ অশান্ত করে দেয় যার অগুনতি মিসকল, ওপাশে তা'র এ উদাত্ত আহ্বানে অসাড় ভঙ্গিমাটুকু কি না করলেই নয় ! মাকড়ের বুনন ঝুলন্ত জালে, কফিকাপের চারপাশে সারিবদ্ধ পিপড়েরা, আর এক্যুরিয়ামের অনিন্দ্য মাছেরা থমকে গেলেও অভিমানী মন কথামালায় ঠিকই মেতে ওঠে ।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।