আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন কাব্য



১। বৃষ্টি শেষে উজ্জ্বল আকাশ রোদেলা দিনের দণিা বাতাস, খোলা চুলে তোমার হাসি ইচ্ছে করে শরৎ আকাশে মেঘ হয়ে ভাসি। ২। মেঘের পালকি চড়ে দু’জনে চলে যাব দূর অজানায় ভাসব দু’জন একই সাথে থাকব দু’জন একই ছায়ায়। অন্ধরাতে চাঁদের সাথে আলো দেব এই ধরায় দুঃখ ভুলে সুখ সাগরে কাটিয়ে দেব প্রিয় দু’জনায়।

৩। একটা আকাশ, একটা নদী একটা জীবন, কাল নিরবধি। একটা চাঁদ, নরম আলো একটা পৃথিবী, ভাসব ভালো। একমুঠো রোদ, অবিরাম বৃষ্টি, মনের জানালা খোলা থাক, ফেলনা চোখের পাপড়ি। ৪।

আমি তোর হাত ধরে চলে যাব হৃদয়পুরে যেথায় আছে আমার স্বপ্ন বুকের গভীরে। যেখানে রাত্রিদিন সুখ নামে মনের মাঝারে। টলটল দীঘির জলে কালো মেঘের ছায়া পরে আমি সে জলে ভেসে যাব তোর হাত ধরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।