আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন পত্র

পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব

সিগারেট পুড়ছে কিংবা আমি পুড়ছি! মনে হচ্ছে আমার ঘড়িতে থেমে আছে মহাকাল। নিরুদ্দেশ ডাকপিওনের চিঠির ভাজে ঝুলে ঝুলে নিজেই কখন ঢুকে গ্যাছি পোস্ট বক্সের নিরেট আঁধারে, আমি জানি না... জানিতেও পারি না... রাত কেন এত দীর্ঘ হয়? ৩০/০৯/২০০৯ রাত ৪.০০টা (ইপ্তেখার আহমেদ ফাহমি-র ''পিও বক্স'' নাটকটি দেখার পর খানিক ঘোরাক্রান্ত হইয়া, আমার এক বন্ধু-কে পাঠানো মুঠোফোন পত্রখানা আপনাদের সাথে শেয়ার করলাম। ইহাতে কারো অরুচি হইলে কষে একখান মাইনাস দিয়া যাইতে পারেন।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।