আমাদের কথা খুঁজে নিন

   

ইউএসবি স্টোরেজ ডিভাইস- পেনড্রাইভ

পেনড্রাইভ আঙ্গুলাকৃতির ক্ষুদ্র একটি ইউএসবি স্টোরেজ ডিভাইস । কম্পিউটার ব্যবহারকারীদের প্রতিনিয়ত এর দরকার পরে । এর মাধ্যমে প্রয়োজনীয় ফাইল , ছবিসহ যাবতীয় তথ্য আদান-প্রদান করা যায় । এতে ইউএসবি (ইউনিভার্সাল সিরিয়াল বাস) সংযোগ রয়েছে । যার মাধ্যমে মূলত এত সুযোগ-সুবিধা এর ব্যবহারকারীরা পায়।

আর এটি ক্ষুদ্র এবং সহজে বহনযোগ্য বলে প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে । এক যুগ আগেও যেখানে মানুষ এইরকম ডিভাইসের স্পর্শ পায়নি আজ তা অতি সহজলভ্য একটি ডিভাইসে পরিণত হয়েছে । যেভাবে পেনড্রাইভের সৃষ্টিঃ পেনড্রাইভ ডিভাইসটি সৃষ্টি করেন মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী পুয়া কেইন সেঙস । তিনি তাইওয়ানের চিয়ো টুয়াং বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকয়াল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তার স্নাতক সম্পন্ন করেন । এরপর স্নাতক সম্পন্ন করে করে ১৯৯৯ সালে তিনি একটি প্রতিষ্ঠানে যোগ দেন ।

সেখানকার কয়েকজন প্রকৌশলীকে নিয়েই পরবতীতে তিনি ‘ ফিজন’ নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করান । ২০০০ সালে ‘ ফিজন ইলেকট্রনিক্স কর্পোরেশন’ নামে এর আত্মপ্রকাশ ঘটে । আর এই প্রতিষ্ঠান শুরু থেকেই ইউএসবি টেকনোলজি নিয়ে কাজ করছে । মাএ ছয় মাসের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান তাদের প্রথম আবিষ্কার ইউএসবি স্টোরেজ ডিভাইস-‘পেনড্রাইভ’ বাজারে আনতে সফল হয় । ২০০১ সালের জুন মাসে অবশেষে আঙ্গুলাকৃতির এই ক্ষুদ্র ডিভাইসটি ‘ ফিজন ইলেকট্রনিক্স কর্পোরেশন ’ বিশ্ব বাজারে ছাড়তে সমথ হয় ।

আর এর মাধ্যমেই কম্পিউটার ব্যবহারকারীরা অতি সহজে তাদের প্রয়োজনীয় ফাইল পএ,ছবিসহ যাবতীয় সকল তথ্য বহন করতে পারছে । বিশ্বে প্রথম পেনড্রাইভ তৈরি করে চমক দেওয়া ‘ ফিজন ইলেকট্রনিক্স কর্পোরেশন ’ এর কল্যাণে তাইওয়ান ৩০ বিলিয়ন ডলারের উপর আয় করেছে । আর প্রতিনিয়ত এই প্রতিষ্ঠান তাদের ডিভাইসের গুণগত পরিবর্তন করে যাচ্ছে । পেনড্রাইভের মাধ্যমে বিভিন্ন ফাইল-পত্র অতি সহজে আনা-নেওয়া ও বহন করা যায় । এর একটি বড় সুবিধা হচ্ছে যে এতে অনেক তথ্য সংরক্ষণ করা যায়, বাইরের ক্ষতি থেকে যা সহজে রক্ষা পায় ।

এর উদ্দেশ্য ও প্রয়োজন নিয়েই এটি মূলত তৈরি করা হয়ে থাকে। Pen-drive inventor পরিচিতি পুরোনাম- পুয়া কেইন সেঙস জন্ম-১৫জুন,১৯৭৪ জন্মস্থান-মালয়েশিয়া শিক্ষা জীবন -ইলেক্ট্রিক্যাল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, চিয়ো টুয়াং বিশ্ববিদ্যালয়ে। বাস-তইওয়ান নাগরিকত্ব-মালয়েশিয়া সিইও-ফিজন ইলেক্ট্রনিক্স কর্পোরেশন পেনড্রাইভ যখন RAM: ইউএসবি স্টোরেজ ডিভাইস পেনড্রাইভকে ইচ্ছে করলেই আমরা র‍্যাম বা RAM( Random Access Memory) হিসেবে ব্যবহার করতে পারি । এতে করে কম্পিউটারের কার্যক্ষমতা কিছুটা বাড়বে । মাইক্রোসফট উইন্ডোজে কাজের জন্য দুই ধরণের মেমোরি ব্যবহৃত হয় ।

একটি হল - ‘ফিজিক্যাল মেমোরি’, যা র‍্যাম হিসেবে সকলের কাছে পরিচিত । আর অন্যটি হল ‘ ভার্চুয়াল মেমোরি ’, যা হার্ডডিস্কে সংরক্ষিত থাকে । ‘ফিজিক্যাল মেমোরি’ সম্পন্ন হয়ে গেলে ‘ভার্চুয়াল মেমোরি’কে ইচ্ছে করলে ‘ ফিজিক্যাল মেমোরি’ হিসেবে ব্যবহার করা যায় । এতে করে কম্পিউটারের কার্যক্ষমতা অনেকটা বেড়ে যাবে । উইন্ডোজে-৭ এর ক্ষেত্রে পেনড্রাইভকে র‍্যাম হিসেবে ব্যবহার করতে চাইলে নূন্যতম ২-গিগাবাইট বা ৪-গিগাবাইট এর পেনড্রাইভ হলেই চলবে ।

এরপর পেনড্রাইভটিকে কম্পিউটারের সাথে সংযোগ দিতে হবে । এরপর মাই কম্পিউটারের ওপর মাউসের ডান বাটন ক্লিক করে ধরে রেখে Properties অপশনে যেতে হবে । এরপর Control Panel Home নামে একটি পেজ আসবে । সেখান থেকে Advanced system settings এ যেতে হবে । এরপর System Properties এর Performance এর সেটিংসে (Settings) যেতে হবে ।

সেখান থেকে পর্যায়ক্রমে settings > Advanced >Change- অপশনে যেতে হবে । এখন ভার্চুয়াল মেমোরি ( Virtual memory) তে automatically থেকে ক্লিক তুলে নিতে হবে । এরপর Drive (Volume label)অপশনের মেনু থেকে পেনড্রাইভটি সিলেক্ট করতে হবে । এরপর custom size অপশন সিলেক্ট করে Initial size এবং Maximum size বক্সে পেনড্রাইভের জন্য যতটুকু জায়গা রাখতে চান তার সংখ্যা লিখতে হবে । উইন্ডোজে ৫ মেগাবাইট খালি জায়গার প্রয়োজন হয় ।

তাই পেনড্রাইভে যত জায়গা আছে তার থেকে ১০-১৫ মেগাবাইট জায়গা কম ধরে সেখানে লেখতে হবে । এরপর Apply বা ok দিয়ে কম্পিউটারটিকে রিস্টার্ট দিতে হবে । এবার পেনড্রাইভটি র‍্যাম হসেবে কাজ করবে । এভাবেই প্রয়োজনের সময় খুব সহজেই ‘ ইউএসবি স্টোরেজ ডিভাইস- পেনড্রাইভটি’কে র‍্যামে পরিণত করে সহজেই কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ানো যাবে । এতে করে কম্পিউটারটি আগের থেকে অনেকটা দ্রুত কাজ করবে এবং আপনিও কম্পিউটারে কাজের জন্য আপনার কাংখিত গতি পাবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.