আমাদের কথা খুঁজে নিন

   

স্টোরেজ (ইউএসবি) ডিভাইস নিয়ন্ত্রন করা



কম্পিউটারের নিরাপত্তার কথা কে না ভাবে! কিন্তু বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকলে আপনার অগোচরে অনুমতি ছাড়াই কেউ স্টোরেজ ডিভাইসে (ফ্লপি, ফ্লাশ ডিক্স বা অনান্য রিমুভাল ডিভাইস) আপনার গুরুত্বপূর্ণ তথ্য কপি করে নিতে পারে। এ থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে আপনার কম্পিউটারের স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্ট করে রাখা (ইউএসবি পোর্ট নিস্ক্রিয় করা নয়)। তাহলে অনাকাঙ্খিত ভাবে কেউ আপনার অনুমতি ছাড়া কম্পিউটারে স্টোরেজ ডিভাইস ব্যবহার করে তথ্য কপি করতে পারবে না। এজন্য নিজের সংকেত নোটপ্যাডে লিখে writedisable.reg নামে সেভ করুন। এবার এই রেজিষ্ট্রি ফাইলটি চালু করুন। তাহলে কোন স্টোরেজ ডিভাইসে ফাইল কপি করা যাবে না অর্থাৎ রাইট প্রটেক্ট হবে। Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies] “WriteProtect”=dword:00000001 আবার স্টোরেজ ডিভাইসের রাইট প্রটেক্ট নিস্ক্রিয় করতে নিচের সংকেত নোটপ্যাডে লিখে writeenable.reg নামে সেভ করুন। এবার এই রেজিষ্ট্রি ফাইলটি চালু করুন। তাহলে স্টোরেজ ডিভাইসে ফাইল কপি করা যাবে। Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies] “WriteProtect”=dword:00000000

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.