আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা দিন গুলো (1)



তুলে রাখার মত একটি বছর। তখন মাএ এইচ এস সি দিয়ে নুতন কলেজ বা ইউনি তে ভর্তির পায়তারা। ক্লোজ বান্ববীকে ছেড়ে অন্য কোথাও যেতে হবে ভাবতেই মন খারাপ হয়ে যেত। ভাবতাম ওখানে গিয়ে যদি মনের মত কেও না মেলে তবে জীবন হবে দর্ূবিষহ। কিন্তু নাহ ঘটনা হলো উট্টো।

একের পর এক মিলে গেলাম পাঁচটি জুয়েল (নিজেকে নিয়ে)। ওদের নাম হলো রুপা, সোমা, লুবনা, আর সুমি । অনেকের ধারনা মানুষের চিন্তা চেতনা যদি এক না হয় তবে সেখানে সমর্্পক থাকে না। কিন্তু আমরা সবাই ছিলাম একে অপরের উন্টো। রুপা ছিল মহা টাঙ্কিবাজ ওর নিত্য কাওকে না কাওকে ভাল লাগত আর আকাশ কুসুম চিন্তায় বিভোর হতো।

সোমা ছিল আর্টিস্ট তাও আবার যেন তেন আর্টিস্ট না মেক আপ আর্টিস্ট। ওকে দেখলেই মনে হতো এখুনি মুভির শুটিং শুরু হবে। লুবনা ছিল সাংঘাতিক ইনোসেন্ট একটা মেয়ে, আমাদের দুষ্টামির অধিকাংশ ব্যাপারই ওকে বুঝিয়ে দিতে হতো। সুমি ছিল ক্লাশের ভাল ছাএীদের একজন, ওর জন্য ছুটির দিন ও যা ক্লাশের দিনও তা। সারাক্ষনই বইয়ে মুখ গুজে আছে।

আর সবশেষে এই আমি । ভাবুক প্রকৃতির সারাক্ষন কিছু না কিছু ভাবতাম(যদিও এখন সেটা অনেক কমে গেছে)(ক্লোজআপহাসি).... আমাদের সময় গুলো কেটে গেল খুব দ্রুত। ক্লাশ শেষ হবার পর প্রায়ই আমরা রিকশায় করে আনন্দ সফরে বের হতাম। একেক জনের জন্মদিনে কাকে কিভাবে বাশ দিব তা নিয়ে নানান প্লল্যান হতো। মাঝে মাঝে আমি রুপা চলে যেতাম নিউমাকেটের বইয়ের দোকান গুলোতে।

বেশ মজাতেই ছিলাম তারপর বছর ঘুরতেই চার রত্নকে ছেড়ে চলে এলাম দেশের বাইরে। আজ অনেকদিন হলো তবু মনে হয় যেন এসব গতকালের ঘটনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।