আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা সময়-১



জীবনের সেরা সময়টা কাটিয়েছি ইউনিভার্সিটিতে। চান্স পেয়েছিলাম বুয়েটের সিভিল ডিপার্টমেন্ট। ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে আমাদের ক্লাস শুরু হয়। সেকশন সিভিল-সি। সবাই অচেনা, চেনা বন্ধুরা অন্য ডিপার্টমেনন্টে।

বাসা ঢাকা হওয়াতে হলে সীট পাইনি। বাসা থেকে বালুঘাট থেকে ক্লাস করতাম। ১ম টার্মের কোর্স গুলা ছিলো মেকানিক্স, ফিজিক্স,কেমিস্ট্রি আর সিভিল ড্রয়িং। মেকানিক্স ক্লাসের বেশির ভাগ যেত মাথার উপর দিয়া আর ফিজিক্স-কেমিস্ট্রি ক্লাসে ঘুমাইতাম। প্রথম বন্ধুত্ব হলো আরাফাতের সাথে (তিনিও শ্রেনীকক্ষে নিদ্রার জন্য নিবেদিত ছিলেন)।

ময়মসিংহের ছেলে। ওর ইচ্ছা ছিলো ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার, ক্লাসে প্রায় সারাক্ষণ তার একটাই কথা ছিলো “আমি সিভিল পড়বামনা, আমি ছাঁদ থেইকা লাফ দিবাম”। বাসায় থাকার কারনে কারো সাথেই অন্তরঙ্গতা হয় নাই। আমি পুরো সপ্তাহ ধরে সিভিল ড্রয়িং করতাম আর সেশনাল ক্লাসে ম্যডাম রিপিট দিতো। টার্ম ফাইনালের আগে এক মাস বন্ধ (পিএল) ছিলো।

দিনের বেলা ক্রিকেট খেলতাম আর রাতে কার্ড। ফলাফল টার্ম ফাইনালে ধরা। (চলিবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।