আমাদের কথা খুঁজে নিন

   

অতীতের এক সানি লিওনকে দেখতে পোস্টের শেষ ইমেজটি একটু দেখেন। শুধুমাত্র অনুসন্ধানীদের জন্য - সবাই দেখতে পারবেন না!

নীচের ছবিটার উপর আপনার চোখ হাটানতো একটু.....। কি? নৌকাটা ভাসছে না ডুবছে? পাশা খেলা যে বিভ্রান্তি আর বিশৃঙ্খলার সৃষ্টি করে - এর চাইতে ভালো উদাহরণ আর নাই। বেশী পাশা সুস্হ্য মেদাকে এইভাবে বিকৃত করে। আর বেশী চাইবেব না - না হয় আপনার সুস্হ্য মনটা ও ....। বলেনতো কোনটা বেশী কালো? A না B ? আসলে কিন্ত A এবং B এর সম্পূর্ন একই রঙ।

বিশ্বাস হয়না? ইমেজটার দুইটা কপি করেন। A ও B টাকে কর্প বা কেটে পাশা-পাশি রাখেন। কি.... কি হলো! নীচের ছবিটার দিকে থাকান। আমার মত আপনিও হ্য়ত বিখ্যাত বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনকে দেখছেন? তাই না? স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে একটু পিছনে যান। আরেকটু পিছনে।

আরো একটু। এখন কাকে দেখছেন বলুনতো? উত্তর দিয়ে মন্তব্য করুন - যারা সঠিক বলতে পারবেন তাদের জন্য আরো এমন মজার কয়েকটা পুরস্কার আছে!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।