আমাদের কথা খুঁজে নিন

   

ডায়েরীর পাতা হতে... অতীতের একদিন

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

আজ থেকে আবার ধূমপান করা ত্যাগ করলাম। শেষ সিগারেট শেষ হলো 4টার দিকে। হৃদয়ের বাসা হতে যুগান্তর পর্যন্ত 5টি সিগারেট। হয়তো (Chain Smoking) শেষ । তারপর ফোনে কথা হলো।

ভালো লাগলো। রাগ করলো। দুঃখিত বললাম। কমল। কথা বলতে হয়তো(?) চায়নি।

কিন্তু বলতে হয়েছে। আমি বেশিরভাগ সময়ই রিসিভার কানে লাগিয়ে শুনছিলাম অনুভব করছিলাম ওর নীরবতা। কথা খুঁজে পাইনি। তাই বললাম 'রাখো'। শেষ।

মন ভীষণ খারাপ হলো। এথন গান শুনছি আর ভাবছি কতোদিন সিগারেট ছাড়া থাকতে পারবো। ভাবছি কবে ওকে গানটা শুনতে বলবো। কবে বলবো এ গান আমার মনের কথা বলে; যে কথা একান্তই তোমার জন্য-- আমার পরাণ যাহা চায় তুমি তাই- তুমি তাই গো আমার পরাণ যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাহি চাই গো আমার পরাণ যাহা চায় তুমি তাই- তুমি তাই গো আমার পরাণ যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যাহা চায় তুমি তাই- তুমি তাই গো আমার পরাণ যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই- কিছু নাই গো আমার পরাণ যাহা চায় তুমি তাই- তুমি তাই গো আমার পরাণ যাহা চায় -------------------------- 20/07/2004 21:27:13


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।