আমাদের কথা খুঁজে নিন

   

উস্তাদ সুজাত হুসেন খাঁ - রাগাশ্রয়ী লোক সঙ্গীত - হাওয়া হাওয়া

মরণ আমার ভালো লাগে শ্রেষ্ঠ সিতারিয়া, উস্তাদ সুজাত হুসেন খাঁ সাহিবের স্বর্গীয় সিতার বাদন ও সুকণ্ঠের সাথে আমরা সকলেই পরিচিত। কয়েকটি বিরল গুণাবলী ও বৈশিষ্ট, তাঁকে অন্য যে কোন উস্তাদ বা পণ্ডিত হতে এক মর্যাদাপূর্ণ স্বাতন্ত্র্য এনে দিয়েছে। উচ্চাঙ্গ সঙ্গীতে ঘরানা রীতি ও ঐতিহ্য অনুযায়ী, উস্তাদ ও পণ্ডিতগণ, তাঁদের বাল্যকাল থেকেই কঠোর অনুশীলনের মাধ্যমে ঘরানার ধারা অনুযায়ী কণ্ঠে বা বাদনে শ্রেষ্ঠত্ব অর্জনে প্রয়াসী হন। বংশ পরম্পরায় এই সাধনা অব্যাহত থাকে। এই সাধকগণ সঙ্গীতের একেক ধারায় এতোটাই নিয়োজিত থাকেন যে, তাঁদের জীবদ্দশায়, সঙ্গীতের অন্যান্য ধারার দিকে নজর দেয়ার সময় তাঁদের হয়ে ওঠে না।

তাঁদের দুয়েকজন সঙ্গীতের অন্য ধারায় বিচরনের প্রয়াস যদিও বা পান, তবে তা হয় নিতান্তই সাময়িক। স্বভাবতই দেখা যায়, যারা উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত সাধনা করেন, তাঁরা কণ্ঠসঙ্গীত নিয়েই জীবন কাটিয়ে দেন। যারা সরোদ বাদন করেন, তাঁরা সরোদই বাজান, অন্য কিছু নয়। আবার যেমন, উস্তাদ সুলতান খাঁ সারেঙ্গিতে সেরা ছিলেন, দুয়েকটি ভোকাল অ্যালবাম করেছেন, কিন্তু কণ্ঠ ও বাদন এই উভয় নিয়ে ক্যারিয়ার গড়ে তোলেননি। এই চিরাচরিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম, আমাদের প্রিয়, উস্তাদ সুজাত হুসেন খাঁ।

বাদন ও কণ্ঠ একসাথে মিলিয়েই তিনি তাঁর ক্যারিয়ার গড়েছেন, অনন্য মর্যাদায় নিজেকে আসীন করেছেন। পাশাপাশি, সঙ্গীতের বিভিন্ন ধারা নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা তাঁর মত আর কেউ করে নি। ভারতীয় উচ্চাঙ্গের সাথে সঙ্গীতের দেশী বিদেশী ধারার মিশ্রণ ঘটিয়ে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষী শিল্পীদের সাথে যুগলবন্দী হয়ে বা কলাবরেশন করে, একের পর এক অনুষ্ঠান করে গেছেন তিনি, প্রকাশ করেছেন পঞ্চাশটির বেশি নানা স্বাদের চমকপ্রদ ও বৈচিত্রময় অ্যালবাম। ছেলেবেলা থেকেই কঠোর নিয়মানুবর্তী সাধনায় নিয়োজিত থাকলেও, শিকড় আশ্রয়ী লোক সঙ্গীত কিশোর সুজাতকে আকৃষ্ট করত, আন্দোলিত করত। তখন থেকেই তিনি বিশ্বাস করতেন যে উচ্চাঙ্গ সঙ্গীতের মূল, লোকসঙ্গীতেই প্রোথিত।

তাই উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে বিশ্ব জয় করার পরও, উস্তাদ সুজাত হুসেন খাঁ, শৈশবের সেই হিন্দি বা পাঞ্জাবী লোকগান আজও ভুলতে পারেননি। তেমনই কয়েকটি লোকগান ও উচ্চাঙ্গ সঙ্গীতের মেলবন্ধন ঘটেছে, ২০০৩ সালে প্রকাশিত, তাঁর 'হাওয়া হাওয়া' অ্যালবামে। উস্তাদ সুজাত হুসেন খাঁ - রাগাশ্রয়ী লোক সঙ্গীত - হাওয়া হাওয়া ১। হাওয়া হাওয়া (বৃজ) ২। আশিকো কে খোদা (ইউ'ভ বিকাম এ গড ফর অল দ্যা লাভারস) ৩।

মিট্টি দা বাওয়া (ক্লে ডল) ৪। ইয়ে ইনায়েতেঁ (জেনেরোসিটি) ৫। ফির খায়ালো মে (এগেইন ইন মাই থটস) ৬। লাগ গ্যায়ে ন্যাইন (মাই আইজ হ্যাভ মেট ইয়োর আইজ) কোয়ালিটি - ১৭৫ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ৬৯ মেগাবাইটস ডাউনলোড - উস্তাদ সুজাত হুসেন খাঁ - হাওয়া হাওয়া পাসওয়ার্ড - samu  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.