আমাদের কথা খুঁজে নিন

   

উস্তাদ সুজাত হুসেন খাঁ - সিতার ও ভোকাল - সুর ঔর সাজ

মরণ আমার ভালো লাগে সিতার মায়েস্ত্রো উস্তাদ সুজাত হুসেন খাঁ সাহিবের গায়কী অঙ্গে'র সিতার বাদনের সাথে তাঁর সুমিষ্ট কণ্ঠে উচ্চাঙ্গ বা রাগাশ্রয়ী সঙ্গীতের মেলবন্ধনের সাথে আমার ব্লগিয় অতিথিদের পরিচয় রয়েছে। 'সুর ঔর সাজ' অ্যালবামে, আমার মতে, খাঁ সাহিব যেন নিজেই নিজেকে বারবার ছাড়িয়ে গেছেন। সিতারের তন্ত্রীছোঁয়া মূর্ছনা, সুমিষ্ট গীত, অসাধারণ তবলা সঙ্গত, কাব্যসঙ্গিতের রোমান্টিসিজম, সব মিলিয়ে সৃষ্ট এক স্বর্গীয় ভুবনে আবারও সবাইকে সুস্বাগতম। উস্তাদ সুজাত হুসেন খাঁ - সিতার ও ভোকাল - সুর ঔর সাজ সিতার ও ভোকাল - উস্তাদ সুজাত হুসেন খাঁ তবলা সঙ্গত - পণ্ডিত সন্দীপ দাস ১। রাগ ইমন কল্যাণ - একতাল - সাঁঝ ভায়ি, উদিত ভাইয়ো ২। রাগ মিশ্র ভৈরবী - কেহেরবা - (ন্যায়না লাগাকে) ম্যাঁয় পছতায়ি ৩। রাগ মিশ্র খাম্বাজ - তিনতাল - তারানা ৪। রাগ মিশ্র ভৈরবী - কেহেরবা - হাম কা উধাভে (কবির ভজন) কোয়ালিটি - ১৯২ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ১০০ মেগাবাইটস ডাউনলোড - উস্তাদ সুজাত হুসেন খাঁ - সুর ঔর সাজ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.