আমাদের কথা খুঁজে নিন

   

একজন গিটার উস্তাদ চাই। যাদের ফ্রি সময় আছে আওয়াজ দিবেন।

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম শখের বসে বেশ কিছুদিন আগে একখান গিটার কিনছিলাম। ইন্টারনেটে খোজাখুজি করে বেশ কিছু ভিডিও টিউটরিয়াল নিলাম। চেষ্ঠা করতেছি কিছু শেখার, কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না। বুঝতে পাড়লাম উস্তাদ ছাড়া গিটার শেখা যাবে না। তাই আপনাদের সাহায্য নিলাম।

আপনাদের মাঝে যদি কেউ গিটার এক্সপার্ট হন, এবং আপনাদের বাসা কিংবা অফিস যদি মতিঝিল, খিলগাও, বাসাবো অথবা শাহবাগ এলাকায় হয় এবং আপনার অবসর সময়ে যদি এই অধমরে গিটার সম্পর্কে একটু গাইড লাইন দেন তাহলে এই অধমের গিটার শেখার খায়েশখান পুরন হবে এবং আপনারাও ইহজগত পরজগতে বহু ছোয়াবের অংশীদার হবেন । যারা ফ্রি প্রশিক্ষণ দিয়া ইতিমধ্যে বহু ছোয়াব ইনকাম করিয়াছেন এবং বর্তমানে আর ছোয়াবের বিনিময় প্রশিক্ষণ দিতে চান না তাদের জন্য আমার পক্ষ থেকে অল্প পরিমান হাদিয়ারও ব্যবস্থা আছে (অর্থাৎ হাদিয়া দিয়েও আমি শিখতে রাজি আছি)। অবশেষে জনদরদী ব্লগার ভাইদের কাছে আমার আকুল নিবেদন, এই আবেদনখানা পড়িয়া যদি কেউ দিল খুলিয়া আওয়াজ দেন কিংবা যোগাযোগের ঠিকানা দেন তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে অনতিবিলম্বে যোগাযোগ স্থাপন করিব। অথবা যদি একটু কষ্ট করিয়া আমার এই নাম্বারে 0191 780 9411 একটা মিসকল দেন তাহলে আমি কলব্যাক করিয়া নিজেকে ধন্য মনে করিব। চাইলে এই ঠিকানায় (E-mail: ) ক্ষুধে বার্তা প্রেরণ করে এই অধমরে সহযোগিতা করতে পারেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.