আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা বইসা গজাইরা গীত: গাইবেন উস্তাদ গুজরান খা!(ক্লোজআপহাসি)

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

চাল্লু পাবলিক যেখানেই যাক, সেই খানেই হিট। এরা কথা বললে কেউ থাকতে পারে না, আর যখন কথা বন্ধ করে তখন সবাই ভয় পায় কেন কথা কয় না! আমার এক চাল্লু বন্ধুর কমন ডায়লগ ছিলো, "আমি জন্ম হওনের পর দুনিয়া দেইখা এমুন টাস্কি খাইসিলাম যে প্রথম দেড় বছর কোনো কথাই কইতে পারি নাই!" বাহ! কি মজা! প্রতিদিন সকালে বাসের জন্য ওয়েট করি। খালি আমি না আরও অনেকে, তীর্থের কাকের মতো ওয়েট করি কখন আসবে বাস, উঠিবো বাসে, বসিবো জানালার পাশের সিটে, পাশে বসিবে সুন্দরী কেউ! এত সুন্দর ভাবনার মাঝে যখন সময়টা গুজরান করি, প্রায় প্রতিদিন এক চাচা আইসা জিজ্ঞেস করে, "বাস কি চইলা গেছে?" মাথাটা একদিন এমুন বিলা হইলো, যে বইলা ফেলাইলাম," অ, বাস গেছে গিয়া, আর আমি বাসে না উইঠা আপনের লিগা ওয়েট করতাছি!" চাচাজান হা! উত্তরে কয়, " ঐ ভাবে তো চিন্তা করি নাই!" আমি এই ব্লগে অধিকাংশ সময় অলস বইসা থাকি, দেখি কতরকমের জ্ঞানী কাইজ্জা। দেইখা একটা জোকের কথা মনে পইড়া গেল।

একবার দেশের প্রেসিডেন্ট আসছে ভার্সিটিতে গল্প করছে, " আরে দেশ আজ অনেক আগাইয়া গেছে, উন্নয়নের জোয়ারে হাবুডুবু খাইতাছে। আইজকাল পুলাপান চাকরি খোজে না, চাকরি পুলাপানরে খোজে। দেশে সবাই কত সুখে আছে!" এই বইলা উনি চইলা গেলেন। একজন লেকচারার এসে ডিনকে জিজ্ঞেস করলেন, " স্যার এতগুলা মিথ্যা কথা বললো, অথচ আপনি কিছুই বললেন না। কমপক্ষে একটা যুক্তি তো দেখাইতে পারতেন।

" ডিন বললো,"বোকার সাথে কখনো তর্ক করো না। তাহলে পাবলিক কোনো পার্থক্য খুজে পাবে না, তোমার আর বোকার মধ্যে!" আসলে দেশ আনেক আগেই রসাতলে গেছে বলে শুনা যায়, কিন্তু এতদিনে তলার কোন পর্যায়ে গেলো কেউ কি চিন্তা করে দেখেছে? যখনই কোনো জিনিস নিয়া বাঙ্গালীরা তর্ক করে তাহলে তার তিনটা দিক থাকে, একটা হল আমার সাইড, আরেকটা আপনার সাইড আর তৃতীয়টা সঠিক সাইড। একদিন মাথা হট আমার এক বন্ধু বেশ কিছু জটিল প্রশ্ন রেখেছিলো আমাদের কাছে, বলেছিলো, যে এ প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিতে পারবে তাকে নাকি সে চট্টগ্রামের ম্যারিডিয়ানে খাওয়াবে। সবাই প্রশ্ন গুলা শোনার পর ও যাতে এই প্রশ্ন গুলা আর কাউকে করতে না পারে তাই হোটেল ছালাদিয়ায় এক দুপুর পেট পুরে খাইয়েছিলাম। কারন প্রশ্নের নমুনা শুনলেই বোঝা যায়: ১) আচ্ছা আমরা সবাই জানি আলোর কত গতি, কিন্তু অন্ধকারের গতি কত এটা কি জানি? ২) সংবিধানে আমাদের মত প্রকাশের বা কথা বলার স্বাধীনতা দিয়েছে, তবে কেন আমরা ফোন বিল দেই? ৩) যদি এডিসন বিদ্যুত আবিস্কার না করতো, তাহলে আমরা কি মোমবাতী জালাইয়া টিভি দেখতাম? ৪) প্রতিদিন সারা বিশ্বে যত খবর আসে, তা পত্রিকার পাতায় এত সুন্দর সেট হয় কিভাবে? ৫) কেউ কি কখনো খেয়াল করেছেন , যদি কোনো গাড়ী আপনার চেয়ে আগে যায়, তাহলে সে পাগল আর যদি সবসময় আপনার পিছে পিছে থাকে তাহলে ও একটা গো বেচারা, তাহলে আপনি কি? আজকে এইটুকুই!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।