আমাদের কথা খুঁজে নিন

   

মোরা শান্ত ……………

আমি অতি সাধারণ একজন,আমার চিন্তা আমার স্বপ্ন সহজ সরল মোরা শান্ত ……………. সাবধান শোষকের দল মোরা এখনও শান্ত ক্ষেপে যদি যাই, যদি ক্ষেপে যাই, অরাজকতার নাট্য মঞ্চ করে দেব লন্ডভন্ড , মোরা শান্ত ৷ থেমে যাও শোষকের দল থেমে যাও , থামাও অত্যাচারের যন্ত্র ৷৷ ক্ষেপে যাই যদি মোরা ক্ষেপে যাই, চোখের পলকে ধ্বংস হবে নটরাজ্য , মোরা শান্ত এখনও মোরা শান্ত ৷৷ সীমান্তে লাশ , রাজ পথে ভাসিটি ক্যাম্পাসে লাশ, মোরা চোখের জলে ভাসি, প্রতিবাদ করি , তবুও মোরা শান্ত কেন মোরা এত শান্ত হলাম ৷ মোরা প্রতিবাদ করতে জানি প্রতিশোধ নিতে পারি রক্ত দিয়ে ৷৷ অট্রালিকায় সুখে আছো সুখ রবেনা বেশিদিন এভাবে চললে জীবনের প্রতিটি দিন, মোরা খুলে নেব, খুলে নিতে জানি অট্রালিকায় প্রতিটি ইট ৷৷ তোমরা ইতিহাস কি পড়নী , ইতিহাস দেখনী, ইতিহাস কাউ কে ক্ষমা করেনী ৷৷ মোরা শান্ত এখনও মোরা শান্ত , মোরা ক্ষেপে যদি যাই, যদি ক্ষেপে যাই সময় বলে দেবে ৷৷-শহিদ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.