আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে ঘাসফড়িং

আমার হৃদয়ে একটা ঘাস ফডিং বাস করে কখনো মাঝরাতে আকাশ চাঁদে ভরে উঠলে আমি টের পাই কিংবা দূর পাল্লার ভ্রমণে একা একা বদ্ধ ট্রেনের বগিতে ছুটে যাওযা গাছের সারির দিকে তাকিয়ে আমার মনে হয ঘাসফডিং একটা আছেই প্রিযজনের সান্নিদ্ধে যতটুকু তৃণ জন্মে সেটুকু খেযে বেঁচে থাকে আর লাফায় আমার ভাললাগার অপূর্নতা আমাকে বুঝিযে দেয় আমার হৃদযের খুব সাধারন প্রতঙ্গ এখনো খুব সাধারন প্রাপ্তি থেকে বঞ্চিত বিকেলের রোদে বহু বছর বসে থেকে যা আমি বুঝিনি বুঝিনি অঝোর ধারার বৃষ্টির নিচে দাডিয়ে যখন কাছের মানুষ হাত ধরে দুরে থেকেছে প্রয়োজনীয় ভালবাসা অপ্রয়োজনে অপূর্ন থেকেছে তখনো আমি বুঝিনি বুঝিনি আমার কি প্রয়োজন- আমি কত একা আজ টের পেলাম কেননা আষাঢ় মাসেও ঝুপ করে বৃষ্টি নামলে বড় একা লাগে কিংবা ব্যস্ত রাস্তা একা হাতে পার হওয়ার পর হাতের মুঠোয় কারো হাতের অভাব অনুভব করি কাজেই হৃদয়ে ঘাসফডিং একটা আছেই এবং সে বাসা বেধেছে খুব গভীরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।